Ariyan Khan Drug Case: নেই কোনো প্রমান, মাদক মামলায় ক্লিনচিট আরিয়ান
৮ মাসে আগে আরব সাগরের তীরে তোলপাড় ফেলে দেওয়া ক্রুজ কর্ডেলিয়া মাদক মামলায় শেষপর্যন্ত ক্লিনচিট পেলেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। আরিয়ানের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। মাদক মামলায় শাহরুখ পুত্র আরিয়ান খানকে গ্রেফতার করেছিল NCB । একাধিকবার খারিজ হয়ে গিয়েছিল জামিন। এবার সেই NCB -র চার্জশিটেই তাঁকে ক্লিনচিট দেওয়া হল।
আরিয়ানকে ক্লিনচিটের পরেই তদন্তে গাফিলাতির অভিযোগ উঠছে। ফলে এবার বিপাকে এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ে। জানা যাচ্ছে, এই বিষয়ে সবটা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।
এনসিবির চার্জশিটে উল্লেখ করা হয়েছে, শাহরুখ খানের ছেলে আরিয়ান খান ক্রুজ কর্ডেলিয়ায় মাদক কিনেছিলেন কিংবা মাদক পাচার করেছিলেন, এমন কোনও তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। আরিয়ান মাদক সেবন করেছিলেন কি না, সে তথ্যও মেলেনি! কারণ, ধরা পড়ার পরে তাঁর মেডিক্যাল টেস্টই করাননি এনসিবির তদন্তকারীরা।
নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর ডিরেক্টর জেনারেল এস এন প্রধান জানান, ১৪ জনের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ পাওয়া গেছে, ৬ জনের বিরুদ্ধে তথ্য প্রমাণ পাওয়া যায়নি।
বলিউড তারকা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে মুম্বাই উপকূলের একটি ক্রুজ জাহাজ থেকে মাদক বাজেয়াপ্রাপ্ত করার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি) গ্রেফতার করে।
আরিয়ান খান ছাড়াও তার ঘনিষ্ঠ বন্ধু আরবাজ বণিক, মুনমুন ধামেচা, নূপুর সারিকা, ইসমিত সিং, মোহক জাসওয়াল, বিক্রান্ত ছোকার এবং গোমিত চোপড়াকেও গ্রেফতার করা হয়েছে।
জানা গিয়েছিল যে, মুম্বই থেকে গোয়া যাওয়ার পথে, মাঝ সমুদ্রে কর্ডেলিয়া নামে ওই প্রমোদ তরীতে চলছিল রেভ পার্টি। সেখানে হানা দেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (NCB) অফিসাররা। বাজেয়াপ্ত করা হয়েছে কোকেন, চরস, এমডিএম-এর মতো মাদক।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊