জমিতে ছিঁড়ে পড়ে থাকা ইলেকট্রিক তারে শক খেয়ে মৃত্যু গরুর, ক্ষোভ প্রকাশ স্থানীয়দের

জমিতে ছিঁড়ে পড়ে থাকা ইলেকট্রিক তারে শক খেয়ে মৃত্যু গরুর, ক্ষোভ প্রকাশ স্থানীয়দের


animal



খারিজা কালাইঘাটিতে জমিতে ছিঁড়ে পড়ে থাকা ইলেকট্রিক তারে শক খেয়ে মৃত্যু হল একটি গরুর বাছুরের,ক্ষোভ প্রকাশ স্থানীয়দের।


ঘটনার বিবরণে জানা গিয়েছে শুক্রবার দুপুর ১২ টা নাগাদ সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের খারিজা কালাইঘাটি এলাকায় জমিতে ছিঁড়ে পড়ে থাকা ইলেকট্রিক তারে শক খেয়েই মৃত্যু হয় গরুর বাছুরটির। 



স্থানীয়দের অভিযোগ বেশ কয়েকদিন থেকেই প্রবল ঝোড়ো হাওয়া, বৃষ্টির দরুন ইলেকট্রিক তার ছেড়া অবস্থায় জমিতে পড়েছিল, বারংবার ইলেকট্রিক অফিসে মৌখিক ভাবে জানিয়েও কোনো লাভ হয়নি। এমনকি গতকাল সংশ্লিষ্ট এলাকার এক মহিলা বাসিন্দা সেই ছেড়া ইলেকট্রিক তারে শক খেয়ে পড়েছিলেন,এরপর তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়,আজ তিনি সুস্থ হয়ে বাড়ি ফেরেন। 



স্থানীয়রা আরও জানান আজকের এই ঘটনা বিষয়ে ইলেকট্রিক অফিসে জানানো হয়েছে তথাপিও এখনো পর্যন্ত ইলেকট্রিক অফিসের কোনো কর্মী এখানে এসে পৌঁছায়নি। ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা, তারা বলেন ইলেকট্রিক অফিসের উদাসীনতার কারণে গতকাল এবং আজকের এই ঘটনা ঘটেছে। যদিও এ বিষয়ে ইলেকট্রিক অফিসের তরফ এ কোনরূপ প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Post a Comment

thanks