বেঙ্গল শিকো কাই কারাতে ইন্টারন্যাশনাল ইন্ডিয়া- প্রতিযোগিতায় ৯ টি সোনা সহ মোট ২৫টি পদক অর্জন  আলিপুরদুয়ারের ১৭ জন কারাতেকার


Karate



কলকাতায় আয়োজিত প্রথম বেঙ্গল শিকো কাই কারাতে ইন্টারন্যাশনাল ইন্ডিয়া- প্রতিযোগিতায় ৯ টি সোনা সহ মোট ২৫টি পদক অর্জন করলেন সিকো কাই আলিপুরদুয়ার ও সপ্তপর্নী'স কারাতে একাডেমির ১৭ জন কারাতেকা।




২৭ সে মার্চ কলকাতার রাজারহাটে মির'স মার্শাল আর্ট একাডেমিতে আয়োজিত রাজ্যস্তরীয় এই প্রতিযোগিতায় ২০ টি জেলার প্রায় ৩০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। মোট ২৪ টি ইভেন্টের মধ্যে ৯টি ইভেন্টে প্রথম স্থান অধিকার করে স্বর্ন পদক অর্জন করেন আলিপুরদুয়ার সপ্তপর্নী'স কারাতে একাডেমির তনয় রায়, কৌস্তভ পন্ডিত, সাহেব রায়, অন্বেষা মজুমদার, ঋতুরাজ কুন্ডু ,সুধা চিক বাড়াইক ও উমা গোর-রা। এছাড়াও ৭টি রৌপ্য এবং ৯টি ব্রোঞ্জ পদক পান আলিপুরদুয়ারের কারাতে শিক্ষার্থীরা। সবকটি জেলার মধ্যে পদক তালিকার তৃতীয় স্থানে শেষ করে জেলা আলিপুরদুয়ার।




প্রতিযোগিতার আয়োজক বেঙ্গল শিকো কাই কারাতে ইন্টারন্যাশনাল ইন্ডিয়া-র সভাপতি তথা ওয়ার্ল্ড কারাতে ফেডারেশনের কোচ শিহান মীর খাদেম আলী জানান, আলিপুরদুয়ারের খেলোয়াড়েরা খুব ভালো পারফর্ম করেছে। আগামী দিনে এদের মধ্যে থেকে অনেকেই জাতীয় স্তরেও ভালো ফল করবে বলে আশা প্রকাশ করেন।




অন্যদিকে, আলিপুরদুয়ার সপ্তপর্নী'স কারাতে একাডেমির কোচ তথা জাতীয় রেফারি সেনসি সপ্তপর্নী চক্রবর্তী জানান, এটি শিকো কাই স্টাইলের রাজ্যস্তরীয় প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় তার শিক্ষার্থীরা ভালো ফল করলেও আগামী মাসের ১৬ তারিখ কারাতে এসোসিয়েশন অফ বেঙ্গলের অফিসিয়াল গেম-ই তার শিক্ষার্থীদের কাছে এসিড টেস্ট। সেখানে ভালো ফল করতে পারলেই জাতীয় স্তরের দরজা খুলে যাবে কারাতেকা-দের জন্য বলেও জানান তিনি।