Sonia Gandhi : 'কংগ্রেসের পুনরুত্থান দেশের গণতন্ত্রের পক্ষে জরুরি' : সনিয়া গান্ধী

Sonia Gandhi


সদ‍্য প্রকাশিত পাঁচ রাজ‍্যের ভোটের ফলে ভরাডুবির পর গান্ধী পরিবারের নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজ ফের কংগ্রেসকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে চলার ডাক দিলেন নেত্রী সনিয়া গান্ধী ( Sonia Gandhi )।




কংগ্রেসের সংসদীয় দলের বৈঠকে কংগ্রেসের পুনরুত্থান শুধু কংগ্রেসের নয়, দেশের গণতন্ত্রের পক্ষে জরুরি এমনটাই বলেন সনিয়া। তিনি সদস্যদের উদ্দেশে বলেন 'আমাদের প্রতিরোধ ক্ষমতা প্রবল পরীক্ষার মুখে পড়বে। কেন্দ্রের শাসক দল টানা নিশানা করছে বিরোধীদের। '




' হুমকি দেওয়ার এই রণকৌশলে ভীত নয় কংগ্রেস। আমাদের চুপ করানো যাবে না। রাজ্যে রাজ্যে বিভেদ ছড়ানোর কর্মসূচি নিচ্ছে বিজেপি। ইতিহাসকে বিকৃত করছে তারা। ' হুঁশিয়ারি কংগ্রেস সভানেত্রীর।




"আগের চেয়ে আরও বেশি চ্যালেঞ্জিং, দলের নিষ্ঠা, সংকল্প এবং চেতনার পরীক্ষা হবে আগামীতে '' পাঁচ রাজ‍্যে ভরাডুবিকে 'আশ্চর্জনক এবং বেদনাদায়ক' বলে উল্লেখ করেন।