Rajasthan Police: দাঙ্গার মধ্যেও জীবন বাজী রেখে শিশুকে উদ্ধার পুলিশকর্মীর, প্রশংসায় নেটিজেন
আগুনে গ্রাস করে নিয়েছে দুটি দোকান, সাথে একটি বাড়ি। বাড়িটিও আগুনে প্রায় সমস্তটাই পুরে গেছে। আর সেই আগুন লাগা বাড়ি থেকে ভেসে আসছে এক শিশুর আওয়াজ। বিন্দুমাত্র দেরি না করে দাউ দাউ আগুনের মধ্যে থেকে এক পুলিশ কর্মী উদ্ধার করে আনলেন কোলের শিশুকে।
এই ঘটনা কোন সিনেমার নয়, বাস্তব। রাজস্থানের কারাউলিতে ঘটা এই ঘটনা এখন ভাইরাল।
ঘটনায় প্রকাশ, রাজস্থানের কারাউলিতে একটি শোভাযাত্রাকে কেন্দ্র করেই এই আগুনের ঘটনা ঘটে। হিন্দু নববর্ষ নব সম্বৎসর উপলক্ষে বাইক নিয়ে শোভাযাত্রার আয়োজন করা হয়, আর সেই শোভাযাত্রা যখন মসজিদ সংলগ্ন এলাকায় আসে তখনই সেটাকে উদ্দেশ্য করে ঢিল ছোড়া হয় বলে অভিযোগ।
এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়, যার কারণেই আগুন ধরিয়ে দেওয়া হয়, আশেপাশের দোকান গুলোতে।
তবে এই সাম্প্রদায়িক সঙ্ঘর্ষের থেকেই বেশি আলোচিত পুলিশ কর্মী নেত্রেশ কুমার শর্মার দায়িত্বপরায়নতা এবং মহানুভবতা। নেট দুনিয়ায় এখন প্রশংসার ঢেউ। প্রসংশা জানিয়েছে রাজস্থান পুলিশও।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊