Latest News

6/recent/ticker-posts

Ad Code

বড় বদল রাজ্যে! পুলিশ, দমকল, হাসপাতাল জরুরী পরিষেবায় একটাই নম্বর

বড় বদল রাজ্যে! পুলিশ, দমকল, হাসপাতাল জরুরী পরিষেবায় একটাই নম্বর

Emergency Number


বড় বদল রাজ্যে! আলাদা আলাদা জরুরী পরিষেবা পেতে এখন আর আপনাকে আলাদা আলাদা নম্বর মনে রাখতে হবে না। পুলিশ, দমকল, হাসপাতাল জরুরী পরিষেবায় একটাই নম্বর আনল রাজ‍্য । বৃহস্পতিবার ট্যুইট করে রাজ্য পুলিশের তরফে এই বড় পরিবর্তনের কথা জানানো হয়। এখন থেকে ১১২ নম্বরে ফোন করলেই মিলবে যেকোনো জরুরী পরিষেবা। 


শুধু তাই নয় পরিবর্তন হয়েছে সাইবার ক্রাইমের ক্ষেত্রে ব‍্যবহৃত নম্বরও। জানানো হয়েছে, সাইবার ক্রাইমের ক্ষেত্রে এখন থেকে ফোন করতে হবে ১৯৩০ নম্বরে।সম্প্রতি কেন্দ্রীয় সরকার এই নতুন নম্বরটি চালু করেছে। আগে সাইবার ক্রাইম সংক্রান্ত অভিযোগ জানাতে ১৫৫২৬০ নম্বরে ফোন করতে হত। তবে নতুন নম্বরের সঙ্গে পুরনো নম্বর যুক্ত করা থাকায় আগের নম্বরে ফোন করলেও পরিষেবা পাওয়া যাবে। 


রাজ্য পুলিশের ডিজি মনোজ মালবীয়-র এক বার্তা থেএ আরও জানা যায়, গোটা দেশে এখন থেকে ১০০ নম্বরটি বদলিয়ে ১১২ করা হয়েছে এবং ১১২ লিঙ্ক করা থাকবে ১৫৫২৬০ নম্বরের সঙ্গে। পুরনো সব নম্বরকেই এখন ১১২-র সঙ্গে লিঙ্ক করা থাকছে। 


১১২ নম্বরে কেউ কিছু জানালে তা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে‌ । 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code