প্রাথমিক বিদ্যালয়ে বসছে বায়োমেট্রিক! জারি বিজ্ঞপ্তি
![]() |
STUDENTS ( FILE PICTURE) |
ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের (WB Primary School) অধীনে চার জেলার সব প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক বসানোর বিজ্ঞপ্তি জারি করলো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন (WB Primary School)। পাইলট প্রোগ্রামের অংশ হিসেবে চার জেলায় চালু হচ্ছে বায়োমেট্রিক।
বায়োমেট্রিক অ্যাটেনন্ডেন্স সিস্টেম ১৫দিনের মধ্যে চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের চেয়ারম্যানকে (WB Primary School) এই নির্দেশ দেওয়া হয়েছে।
পাইলট প্রোগ্রামের অধীনে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রাম এই চার জেলায় বায়োমেট্রিক অ্যাটেনন্ডেস সিস্টেম চালু হচ্ছে। মনে করা হচ্ছে পাইলট প্রোগ্রাম সফল হলে সারা রাজ্যের প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক চালু হতে পারে (WB Primary School)।
বাহ খুব ভালো লাগলো
উত্তরমুছুনGood
উত্তরমুছুনValo lglo
উত্তরমুছুনvlo khbar
উত্তরমুছুনvlo khbar
উত্তরমুছুন👍👍
উত্তরমুছুনভালো ব্যাবস্থা
উত্তরমুছুনValo ব্যাবস্থা
উত্তরমুছুনপ্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানের যা অবস্থা ।।
উত্তরমুছুনবাহ ভালো লাগলো । ভালো উদ্যোগ ।
উত্তরমুছুনGood decision.
উত্তরমুছুন