দুয়ারে উচ্চ মাধ্যমিক , রাস্তা আটকে দাঁড়িয়ে সারি সারি আলু বোঝাই লরি ,ট্রাক্টর, ট্রলি, চলছে পুলিসের মাইকিং
2 এপ্রিল থেকে রাজ্যে শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা (HS EXAM 2022)। তবে বিগত কয়েক সপ্তাহ থেকেই জলপাইগুড়ি সদর ব্লকের বিভিন্ন হিমঘরে আলু রাখা কে কেন্দ্র করে একদিকে যেমন উঠেছে সিন্ডিকেট রাজের অভিযোগ, পাশাপাশি হামেশাই জাতীয় সড়ক থেকে গ্রামীন পথ অবরোধ করে হয়েছে বিক্ষোভ, যার ফলে বিভিন্ন হিমঘরের সামনে আলু বোঝাই যানবাহনের একাধিক লাইনের কারণে যানজট লেগেই আছে।
তবে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা (HS EXAM 2022) শুরু হতে যাওয়ায় চাপ বেড়েছে পুলিশের । আর সেই কারণেই আগামী দিন গুলোতে রাস্তা খোলা রাখার ব্যাপারে সদর ট্রাফিক ও সির মুখে রীতিমতো হুমকির সুর শোনা গেলো বৃহস্পতিবার।
ট্রাফিক পুলিশের পক্ষ থেকে রাতেই মাইকে ঘোষণা করা হচ্ছে ,উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কোথাও যদি আলু বোঝাই ট্রাক, ট্রলির কারণে যানজট সৃষ্টি হয় এবং কোনো পরীক্ষার্থী (HS EXAM 2022) সময় মতো নিজ পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে না পারে তাহলে রাস্তা আটকে রাখা গাড়ির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊