KKR vs PBKS: উমেশের পেস আর রাসেলের মাসলে পাঞ্জাবকে কুপোকাত করে জয় ছিনিয়ে নিল KKR


KKR vs PBKS




এক অনবদ‍্য ম‍্যাচ খেলে ফেলল কলকাতা নাইট রাইডার্স। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে উমেশের পেস ঝড় আর রাসেলের মাসলের জোড় কলকাতাকে জয় এনে দিল।



এদিনের ম‍্যাচে প্রথম ব‍্যাট করতে নামে পাঞ্জাব। আর শুরুতেই কলকাতা বোলিং শিবির আঘাত হানে পাঞ্জাবের ব‍্যাটিং লাইন আপে। বল হাতে আগুন ঝড়ালেন নাইটদের দুই পেসার উমেশ যাদব ও টিম সাউদি। শুরুতেই ১ রানে অধিনায়ক মায়াঙ্ক আগরওয়ালকে প্যাভিলিয়নের ফেরান। এরপর শিখর ধাওয়ান (১৬), লিভিংস্টোন (১৯), রাজ বাওয়া (১১) শাখরুখ খান (০) ফিরে যান একেএকে। ভানুকার ৩১ ও রাবাডার ২৫ রানের দৌলতে পাঞ্জাবের স্কোরবোর্ডে ওঠে ১৩৭। 



নাইট শিবিরে পাল্টা আঘাতে ব‍্যর্থ হন পাঞ্জাবের বোলিং শিবির। কলকাতার হয়ে ওপেন করতে নামেন অজিঙ্কা রাহানে ও বেঙ্কটেশ আইয়ার। পঞ্জাবের হয়ে বোলিং শুরু করেন অর্শদীপ সিং। ৩টি বাউন্ডারির সাহায্যে ১১ বলে ১২ রান করে সাজঘরে ফেরেন রাহানে। বেঙ্কটেশ আইয়ার ৭ বলে ৩ রান করে আউট হন। ৫টি বাউন্ডারির সাহায্যে ১৫ বলে ২৬ রান করে সাজঘরে ফেরেন নাইট দলনায়ক শ্রেয়স আইয়ার। দুই বল খেলে শূন‍্য রানে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন নীতিশ রানা। এরপরেই শুরু হয় রাসেল ঝড়। ২টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ৩১ বলে ৭০ রান করে অপরাজিত থেকে কলকাতাকে জয়ের স্বাদ এনে দেন রাসেল। 



পাঞ্জাবের ১৩৭-র জবাবে ১৪.৩ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৪১ রান তুলে ম্যাচ জিতে যায় কলকাতা।