HS Exam 2022 , প্রস্তুতি তুঙ্গে, হোম ভেনুর পরীক্ষাকে কেন্দ্র করে একাধিক নতুন ব্যবস্থা 



পরীক্ষা কেন্দ্র, শিক্ষক, শিক্ষিকা


গত বছর করোনা আবহের কারণে উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্থগিত রেখে মাধ্যমিক এবং একাদশ শ্রেনীর পরীক্ষার নম্বরের ভিত্তিতে ফল প্রকাশ করা হয়েছিল। তাতে ১০০ শতাংশ ছাত্রছাত্রী পাশ করে। কিন্তু এই বছর ফের চিরাচরিত ধারায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে। 

এপ্রিলের ২ তারিখ থেকে শুরু করে পরীক্ষা চলবে ২৭ তারিখ পর্যন্ত। তবে এবারের পরীক্ষায় পরীক্ষা গ্রহন কেন্দ্রের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। যে কারণে পরীক্ষাকে কেন্দ্র করে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে উচ্চ মাধ্যমিক বোর্ড।  


পরীক্ষা কেন্দ্র

জলপাইগুড়ি জেলা জুরে মোট ১৪০ টি স্কুলে পরীক্ষা গ্রহন করা হবে। পরীক্ষার্থীর সংখ্যা মোট ১৬ হাজার ১৬৫ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা রয়েছে ৬ হাজার ৯২২ জন। অন্যদিকে ছাত্রী রয়েছে ৯ হাজার ২৪৩ জন। এদিকে জলপাইগুড়ি শহরে মোট ১৭ টি স্কুলে পরীক্ষা হবে। শহর থেকে মোট ১ হাজার ৫০৮ জন দেবে। এর মধ্যে ছাত্র ৭২৫ জন, ছাত্রী ৭৮৩ জন।

এদিকে জানা গেছে হোম ভেনুতে পরীক্ষার জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। যার মধ্যে প্রধান হলো, যে দিন যে বিষয়ের পরীক্ষা থাকবে, সেই দিন ওই বিষয়ের শিক্ষক শিক্ষিকারা ছুটিতে থাকবেন।


এছাড়া ছাত্রছাত্রীদের কোন রকম ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে পরীক্ষা কেন্দ্রে বা হলে ঢুকতে দেওয়া হবে না। এর জন্য কেন্দ্রের গেটেই সার্চ করা হবে। আবার প্রতিটি কেন্দ্রে একজন করে স্পেশাল অবজার্ভার থাকবেন। 

অন্যদিকে করোনা সতর্কতা হিসেবে প্রতিটি ছাত্রছাত্রীকে থার্মাল গান দিয়ে পরীক্ষা করা হবে। কারো শারীরের তাপমাত্রা ১০০ বেশী পাওয়া গেলে তাকে পৃথক ঘরে পরীক্ষা দিতে হবে। এর থেকে বেশী হলে হাসপাতালে পাঠান হবে। এর জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতাল ছাড়াও প্রতিটি ব্লক হাসপাতালে বেডের ব্যবস্থা রাখার জন্য জেলা স্বাস্থ্য দপ্তর কে বলা হয়েছে। 

জলপাইগুড়ি জেলাতে ১৯ টি প্রধান ভেনু করা হয়েছে।