H.S. GEOGRAPHY SUGGESTION 2022 , উচ্চমাধ্যমিক ভূগোল সাজেশন ২০২২
উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ভূগোল বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছেন দি ওরিয়েন্টাল সেমিনারি স্কুলের ভূগোল বিষয়ের শিক্ষিকা তানিয়া বোস ।
সংক্ষিপ্ত প্রশ্ন (short question)
সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বিশেষ ভাবে যে বিষয়গুলি পড়তে হবে - ভূমিরূপ প্রক্রিয়া, ভৌমজলের কার্য, অ্যাকুইফার, অ্যাকুইক্লুইড, মৃত্তিকা, বায়ুমন্ডলীয় গোলযোগ, বায়ুমন্ডলে বিভিন্ন অবস্থা।
জলবায়ুগত পরিবর্তন, জীববৈচিত্র্য, জীববৈচিত্র্যের ভারসাম্য হ্রাস, জীববৈচিত্র্যের সংরক্ষণ, জীববৈচিত্র্যের প্রকারভেদ।
প্রাথমিক স্তরের কাজ- কৃষি, বিভিন্ন প্রকার কৃষিকাজ, শস্যাবর্তন, শস্য সমন্বয়, সবুজ বিপ্লব, শ্বেত বিপ্লব, নীল বিপ্লব, আমেরিকা যুক্তরাষ্ট্রে গম চাষ, দঃ ভারতে কফি চাষ, জীবন ধারন ভিত্তিক কৃষি থেকে বানিজ্যিক কৃষি।
ভূমধ্যসাগরীয় দেশগুলিতে বাজারভিত্তিক চাষ ও বাগান কেন্দ্রিক চাষ।
শিল্প ওয়েবারের শিল্প স্থানিকতা তত্ত্ব, ল্যশ এর শিল্প স্থানিকতা তত্ত্ব। দূর্গাপুর , কলকাতা, হুগলি শিল্পাঞ্চল , আসানসোল রানীগঞ্জ, টোকিও ইয়োকোহোমা শিল্প।
জনসংখ্যা জনবসতি- সব পড়তে হবে। বিশেষভাবে কাম্য জনসংখ্যা, জনাকীর্নতা, জনাধিক্য, Manland ratio, জনসংখ্যার ঘনত্ব, গ্রামীন বসতি, পৌর বসতি, প্রকারভেদ।
কিছু নমুনা সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে দেওয়া হলো-
1. সঠিক উত্তরটি বেছে নাও (সকল প্রশ্ন আবশ্যিক)।
i) যে প্রক্রিয়ায় ভূ-পৃষ্ঠের উচ্চতা হ্রাস পায় তাকে বলে - a) আবহবিকার b) আরােহন, c) অবরােহন, d) নগ্নীভবন।
ii) আরব সাগরে ও বঙ্গোপসাগরে ক্রান্তীয় ঘূর্ণবাত যে নামে পরিচিত সাত b) টর্নেডাে, c) টাইফুন, d) হারিকেন।
iii) নীল বিপ্লব a) ডিম, b) মাংস, c) দুধ, d) মাছ উৎপাদনের সাথে সম্পর্কিত।
iv) প্রশমিত মাটির pH মান হল - a) 6.0, b) 6.5, c) 7.0, d) 7.5
v) শিলায় মরিচা পড়া কোন ধরনের রাসায়নিক আবহবিকার - a) অঙ্গারযােজন, b) শল্কমােচন, c) জলযােজন, d) জারণপ্রক্রিয়া।
vi) ‘নূন্যতম ব্যয় তত্ত্বে সমপরিবহন ব্যয় রেখাকে বলে - a) আইসােটিম, b) আইসােথার্ম, c) আইসােবার, d) আইসােডাপেন !
vii) সূর্যোদয়ের শিল্প হল - a) তথ্যপ্রযুক্তি শিল্প, b) খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, c) পেট্রোরসায়ন শিল্প, d) পর্যটন শিল্প।
viii) ভারতের ‘সিলিকন ভ্যালি’ যে শিল্পের জন্য বিখ্যাত - a) লৌহ ইস্পাত, b) পাট, c) বৈদ্যুতিন, d) জাহাজ নির্মাণ।
ix) মাটির উপরের স্তরে সঞ্চিত অর্ধবিয়ােজিত উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষকে। হয় - a) বায়ােমাস, b) হিউমাস, c) চেস্টনাট, d) এভিয়েশন।
x) চুনাপাথরের গুহার ছাদের গম্বুজাকৃতি গর্তগুলিকে বলা হয় - a) ড্রেপ, b)র পেনডেন্ট, c) ফ্লোস্টেন, d) ব্লো হােল।
xi) শুষ্ক মরু অঞ্চলের উদ্ভিদকে বলে - a) মেসােফাইট, b) জেরােফাইট, c) হাইড্রোফাইট, d) হ্যালােফাইট ।
xii) কোন বিপন্ন প্রজাতির নিজস্ব বাসস্থানে সংরক্ষণ করার পদ্ধতিকে বলে - a) এক্স সিটু, b) ইন সিটু, c) ইন ডিট্রো, d) এক্স ডিট্রো।
xiii) সােলানচাক মাটি সৃষ্টির প্রক্রিয়া হল - a) ল্যাটেরাইজেশন, b)স্যালিনাইতে c) ক্যালসিফিকেশন, d) অ্যালকালাইজেশন।
xiv) এলুভিয়াস স্তর হল - (a) A, (b) B, (c) C, (d) D
xv) একটি নিমজ্জিত জলজ উদ্ভিদ হল -a) হাইড্রিলা, b) কচুরিপানা, c) শালুক, d) পদ্ম
xvi) চাহিদা শঙ্কু কার তত্ত্বে পাওয়া যায় - a)লশ, b) ভনথুনেন,c) ওয়েবার, d) পেঙ্ক
xvii) “মেধাপ্রবাহ’ বা ‘বেনড্রেন’ শব্দটি কোন ধরনের পরিব্রাজনের সাথে যুক্ত- a) স্থানীয় পরিব্রাজন b) আঞ্চলিক পরিব্রাজন, c) জাতীয় পরিব্রাজন d)আন্তর্জাতিক পরিব্রাজন ।
xviii) কাম্য জনসংখ্যার তত্ত্বের প্রবর্তক হলেন- a) থম্পসন, b) ক্যানান, c) মরিস, d) ডেভিস।
xix) উন্নয়নশীল দেশের পিরামিড হয় - a) ধনুকাকৃতি, b) ঘন্টাকতি, c) মােচাকৃতি, d) কোনটিই নয় ।
2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ- (বিকল্প প্রশ্ন লক্ষনীয়) (1x10=10)
i) কাম্য জনসংখ্যার সংজ্ঞা দাও। অথবা আইসােটিম বলতে কি বােঝ ?
ii) ভারতের ডেট্রয়েট কোন শহরকে বলা হয় ? অথবা, ভারতের বৃহত্তম কয়াল এর নাম কি ? iii) মিশ্র কৃষি বলতে কি বোেঝ ? অথবা বিশ্বের চিনির পাত্র কাকে বলে ?
iv) রেগােলিস কি ? অথবা এল নিনাে কি ?
v) সােলাম কাকে বলে ? অথবা রেনজিনা কী ?
vi) মায়ানমারে স্থানান্তর কৃষি কি নামে পরিচিত ? অথবা একটি শিকড় আলগা (Foot loose) শিল্পের নাম লেখ ?
vii) ডােলাইন কি ? অথবা চুনাপাথর যুক্ত অঞ্চলে ভৌমজল কোন প্রক্রিয়ায় ক্ষয়কার্য করে ?
viii) রসভিতরঙ্গ সৃষ্টি হয় কোন প্রকার বায়ু দ্বারা ? অথবা এল নিনাের প্রভাবে কোথায় বৃষ্টিপাত বেশী হয় ?
ix)চিংড়ির রাজধানী নামে পরিচিত ভারতের কোন শহর ? অথবা কোন শস্যকে কেন্দ্র করে ভারতের সবুজ বিপ্লবের প্রথম সূত্রপাত হয় ?
x) রেড ডেটা বুক কি? অথবা ভারতের বৃহত্তম জীব বৈচিত্র্য হটস্পট কোনটি ?
বড় প্রশ্ন
বড় প্রশ্নের জন্য যে গুলি বিশেষভাবে দেখতে হবে-
১। অবরোহন ও আরোহন পদ্ধতির পার্থক্য । চিত্রসহ চুনাপাথর গঠিত অঞ্চলের ভূমিরূপ বর্ননা কর। ( যে কোন তিনটি)
২। মৃত্তিকা পরিলেখ কি? এলুভিয়েশন ও ইলুভিয়িশনের মধ্যে পার্থক্য লেখ।
৩। জেট বায়ুর বৈশিষ্ট্য গুলি লেখ। জীব বৈচিত্র্যের গুরুত্ব আলোচনা কর।
৪। বিশ্ব উষ্ণায়নের তিনটি কারন লেখ। ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ ঘূর্নাবর্তের তিনটি পার্থক্য লেখ।
৫। জীবিকা সত্ত্বাভিত্তিক ও বানিজ্যিক কৃষির মধ্যে পার্থক্য লেখ। শস্য সমন্বয় ও কৃষি প্রগাঢ়তা সম্পর্কে কি জান ?
৬। ক্রিটিকাল আইসোডাপেন ও শ্রমগুণক কি? মানব জমি অনুপাত ও জনসংখ্যার ঘনত্বের মধ্যে পার্থক্য লেখ।
আশাকরি তোমাদের প্রত্যেকের ভূগোল পরীক্ষা খুব ভালো হবে। কোন জিজ্ঞাসা থাকলে কমেন্টবক্সে কমেন্ট করে জানাতে পারো ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊