Latest News

6/recent/ticker-posts

Ad Code

West Bengal Business Summit 2022: কেন্দ্রের সঙ্গে হাত মিলিয়েই উন্নয়নের পথে এগোচ্ছে পশ্চিমবঙ্গ : রাজ্যপাল

কেন্দ্রের সঙ্গে হাত মিলিয়েই উন্নয়নের পথে এগোচ্ছে পশ্চিমবঙ্গ : রাজ্যপাল

Jagdeep Dhankhar


বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের ( Bengal Global Business Summit ) উদ্বোধনে অনুষ্ঠান শুরুতে বক্তব্য রাখেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar )।


ভাষণের শুরুতে ধনকড় বলেন, ‘সাংবিধানিক প্রধান হিসেবে সকলকে স্বাগত জানাই’।


রাজ্যপালের বক্তব্যে উঠে আসে দুর্গাপুজোর প্রসঙ্গ। তিনি বললেন, ‘গতবছর কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ তকমা পেয়েছে । বাংলা যা আজ ভাবে, কাল তা গোটা দেশ ভাবে’। প্রসঙ্গত, কলকাতার সেই দুর্গাপুজোকেই Intangible Cultural Heritage স্বীকৃতি দিয়েছে The United Nations Educational, Scientific and Cultural Organization বা UNESCO।


তিনি বলেন, ‘গোপাল কৃষ্ণ গোখলে যা বলেছিলেন প্রধানমন্ত্রী মোদিও তাই বলেছেন ... বাংলা যা আজ ভাবে, কাল তা গোটা দেশ ভাবে’ । রাজ্যপাল বলেন, তিনি আশা রাখছেন, এই শিল্প সম্মেলন আগামীদিনে রাজ্যের উন্নয়নে পথ দেখাবে ।


নরেন্দ্র মোদির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ২০১৪ সালে লুক ইস্ট, অ্যাক্ট ইস্ট নীতি নিয়েছিলেন। প্রধানমন্ত্রী মোদি চান, সকলের সুরক্ষা, সকলের উন্নতি।''


ধনকড় বলেন, ‘ সেই পথেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নতির দিকে এগিয়ে চলেছে’। সেই সঙ্গে তিনি বলেন, ‘দেশের অর্থনৈতিক চিত্র বদলে দেওয়ার ক্ষমতা আছে পশ্চিমবঙ্গের’


‘গণতান্ত্রিক পদ্ধতিতে সবার মতই মেলে চলা উচিত’। তিনি আশা রাখেন, এই সম্মেলন বিনিয়োগের ক্ষেত্রে পারস্পরিক বিনিময়ের সুযোগ করে দেবে। তার মন্তব্য কেন্দ্রীয় সরকারের সাহায্য নিয়ে, হাত মিলিয়েই উন্নয়নের পথে এগোচ্ছে পশ্চিমবঙ্গ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code