Latest News

6/recent/ticker-posts

Ad Code

HS EXAM 2022 : চলছে উচ্চ মাধ‍্যমিক, গভীর রাত পর্যন্ত মাইক বাজিয়ে চলল অনুষ্ঠান

চলছে উচ্চ মাধ‍্যমিক, গভীর রাত পর্যন্ত মাইক বাজিয়ে চলল অনুষ্ঠান, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

Program




উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন গভীর রাত পর্যন্ত তারস্বরে মাইক বাজিয়ে চলল জলসা। নীরব দর্শকের ভূমিকায় পুলিশ প্রশাসন বিতর্ক ধূপগুড়ি তে।




ফের নাকাবন্দি গান ঘিরে বিতর্ক এবার গণেশ পুজোর সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে নাকাবন্দি গান বাজিয়ে চলল জলসা উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীন তারস্বরে মাইক বাজিয়ে শহরে হল অনুষ্ঠান।




এর আগে নাকাবন্দি গানে ট্রাফিক অফিসের ভেতরে ট্রাফিক ওসি এবং সিভিকদের মত্ত নাচ ঘিরে ধূপগুড়ি তে বিতর্ক তৈরি হয়েছিল। চলছে উচ্চমাধ্যমিক পরীক্ষা, রয়েছে সরকারি বিধি নিষেধ তথাপি সমস্ত সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে বিধিনিষেধের তোয়াক্কা না করেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ঠিক আগের দিন ধূপগুড়ি শহরে রীতিমত তারস্বরে ডিজে বক্স বাজিয়ে চলল জলসা। আর নীরব দর্শকের ভূমিকা পালন করল প্রশাসন, শহর জুড়ে নিন্দার ঝড়। 



অভিযোগ ধূপগুড়ি সুপার মার্কেটে গনেশ পূজা উপলক্ষে তিন দিন ধরে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। যার জেরে সমস্যায় পরেছেন পড়ুয়ারা, ক্ষুদ্ধ অভিভাবকরা। আদালতের নির্দেশ অনুযায়ী উচ্চমাধ্যমিক বা মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সময় কালে কোনোভাবেই কোনো অনুষ্ঠানে বক্স বাজানো যায় না। তথাপি ধূপগুড়ি তে রীতিমতো তারস্বরে ডিজে বক্স বাজিয়ে কখনো হনুমান জয়ন্তী নামে চলছে অনুষ্ঠান কখনোবা গণেশ পূজার নামে চলছে চুটুল গানে রাতভর জলসা আর যাকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।




উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২৭ তারিখ পর্যন্ত চলবে, আর তার মাঝখানে নানান ধরনের আইন ভাঙার ছবি। রীতিমত নাকাবন্দি গানের মাতলো শহর নাচলেন মত্তরা দাঁড়িয়ে দেখলেন প্রশাসনের কর্তারা।




যদিও জলসার উদ্যোক্তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এ বিষয়ে। বারবার যোগাযোগের চেষ্টা করলে তারা কোনো প্রতিক্রিয়া দিতে চাননি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code