HS EXAM: বাকী উচ্চ মাধ‍্যমিক পরীক্ষা নিয়ে বড় ঘোষনা শিক্ষামন্ত্রী ব্রাত‍্য বসুর


WBBSE CLASS VI TO X EXAM




HS EXAM: বাকী উচ্চ মাধ‍্যমিক পরীক্ষা নিয়ে বড় ঘোষনা শিক্ষামন্ত্রী ব্রাত‍্য বসুর । করোনা বিধি মেনে শুরু হয়েছে উচ্চ মাধ‍্যমিক পরীক্ষা। হয়ে গিয়েছে তিনদিনের পরীক্ষাও। এবার হোম সেন্টার অর্থাৎ নিজের স্কুলেই পরীক্ষা।


এদিকে উৎসশ্রী প্রকল্পের জের গ্রামের বিভিন্ন শিক্ষক সংকটের কথা উঠে আসছিল। এবার সেই দাবি নাকচ করলো শিক্ষামন্ত্রী ব্রাত‍্য বসু। 



২৪ টি জেলার ২৫ জন পর্যবেক্ষক জানিয়েছে কোনো শিক্ষক ঘাটতি নেই। যথেষ্ট পরিমাণ শিক্ষক আছে নিরাপত্তায় কোনো ঘাটতি হবেনা। তাই বাকী পরীক্ষা গুলো নির্বিঘ্নেই হবে।



শিক্ষামন্ত্রী বলেন, হোম সেন্টারে পরীক্ষা (WB HS Exam 2022) বলে বাড়তি সুবিধা পাবে এমনটা ভাবার নেই। যেদিন যে বিষয়ের পরীক্ষা সেই বিষয়ের শিক্ষক পরীক্ষার দ্বায়িত্বে থাকবেন না। তাছাড়া নিয়মিত অফলাইনে ক্লাস না করেই যে পরীক্ষা দিচ্ছে সবাই, তাই মানবিক দিক দিয়ে এই বিষয়টি ভাবতে হবে। আরও পড়ুনঃ উচ্চমাধ্যমিক দর্শন  সাজেশন ২০২২



আট লাখেরও বেশি পরিক্ষার্থী এবার সাড়ে ছয় হাজার পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। একটি জেলা বাদে সব জেলায় ছাত্রীর সংখ‍্যা বেশি।