HS EXAM না Group Project ! ভাইরাল উচ্চমাধ্যমিক পরীক্ষার ভিডিও
২ রা এপ্রিল থেকে হোম সেন্টারে শুরু হয়েছে HS EXAM 2022, হোম সেন্টারে পরীক্ষা হওয়ায় যে বিষয়ে আশঙ্কা করা হয়েছিলো এবার হলও তাই!  পরীক্ষা চলাকালীন (HS EXAM 2022) ভিডিও ভাইরাল হয়েছে স্যোসাল মিডিয়ায় । বলা হচ্ছে সেই ভিডিও উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীন। 


পরীক্ষা শুরুর (HS 2022)আগে সংসদ থেকে বলা হয়েছিলো টুকলি করলে বিদ্যালয়ের রেজিস্ট্রেশন পর্যন্ত বাতিল হয়ে যেতে পারে। কিন্তু কে শোনে কার কথা ! ভাইরাল ভিডিওতে (VIRAL VIDEO) দেখা যাচ্ছে পরীক্ষার হলে মোবাইল চালিয়ে চলছে পরীক্ষা। আর দূরে নিরবে শিক্ষক মহাশয় চেয়ারে বসে রয়েছেন।


দেখেনিন ভাইরাল হওয়া সেই ভিডিও (VIRAL VIDEO), যা নিয়ে চর্চা চলছে জোর কদমে।  https://www.facebook.com/100049631113137/videos/1004372020487138/

উপরের দেওয়া লিঙ্কে গিয়ে ভিডিওটি (VIRAL VIDEO)দেখে নিন । 


 ( সংবাদ একলব্য  ভিডিওর সত্যতা যাচাই করেনি এবং কোন ভাবে দাবীও করে না যে এই ভিডিও এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীন।  )