Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই দোকানঘর

ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই দোকানঘর

Jalpaiguri


জলপাইগুড়ি, জয়ন্ত বর্মন:

সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই দোকানঘর ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের সোনাতলা হাট এলাকায়।




সোমবার সকাল ৬ টা নাগাদ সোনাতলা হাটের একটি কাপড়ের দোকান থেকে ধোঁয়া বের হতে দেখেন কয়েকজন। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। এরপর স্থানীয় বাসিন্দারা সেই আগুন নেভানোর চেষ্টা করেন। এদিকে খবর দেওয়া হয় ধূপগুড়ি দমকল ও থানায়। খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে আসে ধূপগুড়ি দমকলের একটি ইঞ্জিন এবং ধূপগুড়ি থানার পুলিশ। এরপর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে দোকানে থাকা মালপত্র পুড়ে ছাই হয়ে গেছে। 



আগুন লাগার সঠিক কারণ জানা না গেলেও প্রাথমিকভাবে অনুমান শর্টসার্কিটের কারণেই এই ঘটনা ঘটেছে।




উল্লেখ্য ২০১৮ সালে সোনাতলাহাটে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল এবং সেসময় প্রায় ২০ টির মতো দোকান পুড়ে ছাই হয়ে যায়। যেকারণে স্বাভাবিকভাবেই এদিনের অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ব্যবসায়ীরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code