Qatar World Cup 2022: ফুটবল বিশ্বকাপে কোন গ্রুপ কোন দল? দেখে নিন এক নজরে

Qatar World Cup 2022




ঘোষিত হয়ে গিয়েছে বিশ্বকাপের পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি (Quatar World Cup)। ২১শে নভেম্বর থেকে বসছে ফুটবল বিশ্বকাপের আসর। কাতারে হবে এবারের বিশ্বকাপ।



বিশ্বকাপের গ্রুপ বিন্যাস:

গ্রুপ এ – কাতার, ইকুয়েডর, সেনেগাল, নেদারল্যান্ডস

গ্রুপ বি- ইংল্যান্ড, আইআর ইরান, ইউএসএ, ইউরো প্লে-অফ

গ্রুপ সি- আর্জেন্টিনা, সৌদি আরব, মেক্সিকো, পোল্যান্ড




গ্রুপ ডি- ফ্রান্স, আইসি প্লে-অফ, ডেনমার্ক, তিউনিশিয়া

গ্রুপ ই- স্পেন, আইসি প্লে-অফ ২, জার্মানি, জাপান

গ্রুপ এফ- বেলজিয়াম, কানাডা, মরক্কো, ক্রোয়েশিয়া



গ্রুপ জি- ব্রাজিল, সার্বিয়া, সুইজারল্যান্ড, ক্যামেরুন

গ্রুপ এইচ- পর্তুগাল, ঘানা, উরুগুয়ে, কোরিয়া রিপাবলিক