Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিনহাটার প্রয়াত বিজেপি নেতা অমিত সরকারের পরিবারের সঙ্গে দেখা করলেন শহর মন্ডল সভাপতি অজয় রায়

দিনহাটার প্রয়াত বিজেপি নেতা অমিত সরকারের পরিবারের সঙ্গে দেখা করলেন শহর মন্ডল সভাপতি অজয় রায়

Ajay Roy



দিনহাটার প্রয়াত বিজেপি নেতা অমিত সরকারের পরিবারের সঙ্গে দেখা করলেন সদ্য বিজেপি দিনহাটা শহর মন্ডল সভাপতির দায়িত্ব পাওয়া অজয় রায়।


সোমবার রাতে শহরের পাঁচমাথা মোড় সংলগ্ন প্রয়াত অমিত সরকারের বাড়িতে গিয়ে তার স্ত্রী মঞ্জু সরকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন অজয় রায়। তিনি জানান প্রয়াত অমিত সরকার বিজেপি দলের কর্মী ছিলেন ও তার এরকম ঘটনা ঘটবে তা আশানুরূপ নয়। ফলে তৃণমূল থেকে বিজেপিতে এসে ওনার স্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসা। 


এমনকি তিনি আরও বলেন এই পরিবারের সঙ্গে তার আগে থেকেই সম্পর্ক ছিল। তাছাড়াও এই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মন্ত্রী নিশীথ প্রামানিক এবং প্রয়াত বিজেপি নেতা অমিত সরকারের স্ত্রীকে চাকুরী পাইয়ে দিয়েছেন তিনি। 



অমিত সরকারের স্ত্রী বলেন আমি দলের তরফে সব রকমের সুযোগ সুবিধা পাচ্ছি।যেমন ছেলের পড়াশোনার জন্য বইপত্র ও টিউশনের জন্য টাকা এমনকি ক্যাজুয়ালে চাকুরি পেয়েছেন তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code