প্রধানমন্ত্রীর সামনেই দেশের বিচার ব‍্যবস্থা নিয়ে এবার মুখ খুললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রমনা

CJI NV RAMANA



প্রধানমন্ত্রীর (PM MODI) সামনেই দেশের বিচার ব‍্যবস্থা নিয়ে এবার মুখ খুললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি  (Chief Justice of India NV Ramana)। সরাসরি বর্তমান সরকারের ওপর আঙুল না তুললেও তার কথায় গণতান্ত্রিক পরিকাঠামোয় শাসন, আইন এবং বিচার ব্যবস্থার মধ্যে ক্ষমতার পৃথকীকরণ সংবিধান করেছে তার লক্ষনরেখা সবার নজর রাখা দরকার।




বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিচারপতিদের নিয়ে বিশেষ সম্মেলনে দিল্লীর বিজ্ঞানভবনে বিচারব্যবস্থার স্বাধীনতার পক্ষে সওয়াল করলেন প্রধানবিচারপতি রমনা। তিনি বলেন, “গণতান্ত্রিক পরিকাঠামোয় শাসন, আইন এবং বিচার ব্যবস্থার মধ্যে ক্ষমতার পৃথকীকরণ করে দিয়েছে সংবিধানই। কর্তব্যপালনের ক্ষেত্রে সেই লক্ষণরেখা পার করা নিয়ে সতর্ক থাকা উচিত প্রত্যেকেরই।”




সরকারকে দেশের সবথেকে বড় ‘মামলাবাজ’ বলেও উল্লেখ করে প্রধান বিচারপতি জানান, দেশের মোট মামলার ৫০ শতাংশ ক্ষেত্রে সরকার একটি পক্ষ হিসেবে বিরাজ করছে। সময় বিশেষে সরকার নিজের স্বার্থে এই সব মামলার গতিরোধ করে বলে অভিযোগ করেন তিনি। কঠিন ইংরেজির বদলে এলাকা নির্বিশেষে স্থানীয় ভাষায় আইনি কাজকর্মের পক্ষে সওয়াল করেন তিনি।