Red Volunteers Conclave: প্রতি বছর 'রেড ভলেন্টিয়ার্স দিবস' হিসাবে পালিত হবে
করোনা অতিমারির এক ভয়াবহ সময়ে মানবসেবায় ব্রতী হয়ে তৈরী হয়েছিল রেড ভলেন্টিয়ার্স। অতিমারির প্রকোপ যত বেড়েছে ততই বেড়েছে রেড ভলেন্টিয়ার্স এর কাজ। স্যানিটাইজেশন,খাবার পৌঁছানো,মেডিসিন,অ্যাম্বুলেন্স পরিসেবার মাধ্যমে তাঁরা সাধারণ মানুষের পাশে।
এবছর থেকে ২২শে এপ্রিল দিনটি রেড 'ভলেন্টিয়ার্স দিবস' হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে রেড ভলেন্টিয়ার্স। এখন থেকে এই দিনটি প্রতি বছর 'রেড ভলেন্টিয়ার্স দিবস' হিসাবে পালিত হবে বলে জানা গেছে।
আজ রেড ভলেন্টিয়ার্স দিবসে দিনহাটা মহকুমা হাসপাতাল সহ বামনহাট,ওকরাবাড়ি স্বাস্থ্যকেন্দ্রগুলিতে স্যানিটাইজেশন ও সাফাই অভিযান করা হয় রেড ভলেন্টিয়ার্স এর উদ্যোগে। এছাড়াও দিনহাটা নৃপেন্দ্রনারায়ন স্মৃতি পাঠাগারে"রেড ভলেন্টিয়ার্স কনক্লেভ" (Red Volunteers Conclave) অনুষ্ঠিত হয়।
কনক্লেভের (Red Volunteers Conclave) শুরুতে পতাকা উত্তোলন করেন প্রবীন শিক্ষক বীরেন্দ্রনাথ চক্রবর্তী। তারপর এক ঘরোয়া আড্ডার পরিবেশে এই কনক্লেভ এগিয়ে চলে নানা স্মৃতিচারনার মধ্যে দিয়ে। আজকের এই কনক্লেভে উপস্থিত ছিলেন দিনহাটার বিশিষ্ট কবি শুভাশিস দাস, বিশিষ্ট শিক্ষক শ্যামল ধর, বিধান দেবনাথ, কুন্তল চন্দ্র, বিশিষ্ট অধ্যাপক জয়দীপ সরকার, ব্লাড ডোনার অর্গানাইজেশন এর পক্ষে সুস্মিতা চন্দ্র, রেড ভলেন্টিয়ার্স এর শুভাকাঙ্ক্ষী অনুপ বিশ্বাস, আবুবক্কর শেখ, মুক্তা রায়, রেড ভলেন্টিয়ার্স এর পক্ষে শুভ্রালোক দাস, মানস দে, ধনঞ্জয় বর্মন, টুটুল সরকার ও অন্যান্যরা।
শুভ্রালোক দাস জানান করোনাকালে আমাদের কাজ চলাকালীন অক্সিমিটার,সেফটি কিট সহ আরো বিভিন্নভাবে বিভিন্ন মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সাথে বেড়েছে মানুষের ভালোবাসা। সমাজের সর্বস্তরের মানুষের গণ উদ্যোগকে সম্বল করেই করোনা মোকাবিলার কাজ নিরন্তর চালিয়ে যেতে সক্ষম হয়েছিলাম।আগামী দিনেও সমাজের যে কোনো বিপদ মোকাবিলা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊