Latest News

6/recent/ticker-posts

Ad Code

সেন্ট্রাল গভর্মেন্ট পেনসোনার্স এসোসিয়েশনের ১১তম জেলা সম্মেলন

11th District Conference of Central Government Pensioners Association

11th District Conference



বিভিন্ন দাবি সহ আগামী কর্মসূচি গ্রহণের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো সেন্ট্রাল গভর্মেন্ট পেনসোনার্স এসোসিয়েশনের (Central Government Pensioners Association) ১১তম জেলা সম্মেলন


শুক্রবার জলপাইগুড়ি কর্মচারী ভবনে শহীদ বেদিতে শ্রদ্ধা জানিয়ে শুরু হলো কেন্দ্রিয় পেনসোনার্স এসোসিয়েশনের (Central Government Pensioners Association) জেলা সম্মেলন।


এই প্রসঙ্গে সংগঠনের সম্পাদক প্রনব ভট্টাচার্য জানান, বর্তমান কেন্দ্রীয় সরকার পেনশন নিয়ে নানান টালবাহানা করছে, কখনো বলছে সত্তর আবার কখনো পঁচাত্তর বছর পর পেনসন দেবো, এই তুঘলকি চিন্তাধারার তীব্র নিন্দা করছে আজকের এই সম্মেলনে আগত প্রতিটি প্রতিনিধি।


তিনি আরও জানান- পাশাপাশি করোনাকে সামনে রেখে ক্রমাগত শ্রমিক শ্রেণীর ওপর নানা ভাবে অনৈতিক নিয়ম লাগু করছে । এই বিষয় গুলোর বিরুদ্ধে আগামীতে গণআন্দোলন গড়ে তোলার শপথ নিয়েই অনুষ্ঠিত হচ্ছে সংগঠনের এগারো তম জেলা সম্মেলন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code