Anubrata Mandal: দুই অন্ডকোষের অবস্থাই খারাপ অনুব্রত মণ্ডলের, ভর্তি হাসপাতালেই



Anubrata Mandal





বীরভূম জেলা তৃণমূল (TMC) সভাপতি সিবিআই হাজিরার আগেই ভর্তি হয়েছিলেন। জানা গিয়েছিল ফুসফুসের সমস‍্যার কথা। এরপর আজ ফের অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) দেখলেন মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা। আর তারপরেই তাঁর স্বাস্থ‍্য অবস্থা নিয়ে জানা গেল একগুচ্ছ কথা।




বীরভূম জেলা তৃণমূল (TMC) সভাপতির দুই অণ্ডকোষের অবস্থাই খারাপ। সেখানে পুঁজ জমে রয়েছে। এমনটাই সূত্রের খবর। পাশাপাশি তাঁর ফুসফুসের পরীক্ষার ফল ভালো আসেনি বলেই জানা গেছে। ফুসফুসে জল জমে রয়েছে। এমনকী, ৬ মিনিটস ওয়াক টেস্টেও ৭২ মিটারের বেশি হাঁটলেই তাঁর অক্সিজেন স্যাটুরেশন ড্রপ করছে।



অনুব্রত মণ্ডলকে অক্সিজেন সাপোর্টে রাখতে হচ্ছে বলে তাকে হাসপাতালে ভর্তি রাখার সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড।