HS HISTORY SUGGESTION 2022, উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২২
রচনাধর্মী প্রশ্ন
দুটি বিভাগ থেকে আন্তত দুটি করে মোট পাঁচটি লিখতে হবে। ৮X৫=৪০
১। ইতিহাস রচনায় স্মৃতিকথার গুরুত্ব কি? পেশাদারী শাখা হিসাবে সংক্ষেপে ইতিহাসের গুরুত্ব আলোচনা করো।
২। জাদুঘর কাকে বলে? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো।
৩। মিথ ও লিজেন্ড বলতে কি বোঝ? অতীত বিষয়ে মানুষের ধারনাকে এরা কীভাবে রূপদান করে?
৪। পেশাদারি ইতিহাস বলতে কি বোঝায়? একজন ঐতিহাসিককে ইতিহাস রচনায় কি কি নীতি অনুসরন করতে হবে?
৫। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও।
৬। বাংলার সমাজ ও অর্থনীতির চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব সমূহ আলোচনা করো।
৭। ক্যান্টন বানিজ্য বলতে কি বোঝায়? চীনের উপর আরোপিত বৈষম্যমূলক চুক্তিগুলি আলোচনা করো। ৮। রেগুলেটিং অ্যাক্ট ও পিটের ভারত শাসন আইন পর্যালোচনা করো।
৯। চীনের ৪ ঠা মে আন্দোলনের উত্থান ও গুরুত্ব বিশ্লেষণ করো।
১০। মুসলিম সমাজের অগ্রগতিতে সৈয়দ আহমেদ ও আলিগড় আন্দোলনের ভূমিকা পর্যালোচনা কর।
১১। ব্রিটিশ শাসনাকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের বিবরণ দাও।
১২। বাংলার নবজাগরনের প্রকৃতি আলোচনা করো। এর সীমাবদ্ধতা কী ছিল?
১৩। ব্রিটিশ শাসনাকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের বিবরণ দাও।
১৪। বাংলায় নবজাগরনের প্রকৃতি আলোচনা করো। এর সীমাবদ্ধতা কি ছিল?
১৫। ১৯৩৫ খ্রিঃ ভারত শাসন আইনের শর্তাবলী আলোচনা করো। এই আইনের গুরুত্ব কি ছিল?
১৬। মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনের (১৯১৯) বোইশিশট্য গুলি লেখ। এই আইনের ত্রুটিগুলি আলোচনা করো।
১৭। রাওলাট আইনের উদ্দেশ্য কি ছিল? এই আইনের শর্তাবলী উল্লেখ করো। এই আইনের বিরুদ্ধে ভারতীয়দের প্রতিক্রিয়া কি ছিল?
১৮। কোন পরিস্থিতিতে ক্রিপস মিশন ভারতে আসে? ক্রিপস মিশনের প্রস্তাব ও ব্যররথতা নিয়ে আলোচনা করো।
১৯। ভারতছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাতপর্য আলোচনা করো। এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে আলোচনা করো।
২০। হো চি মিনের নেতৃত্ব ভিয়েতনামের মুক্তিযুদ্ধের বিবরণ দাও।
৭। ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারন ও ফলাফল আলোচনা করো।
৮। নানকিং সন্ধি ও ভিয়েনসিনের সন্ধির মূল শর্তগুলি আলোচনা করো।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊