WOMEN'S DAY 2022: রোজগারের তাগিদে পাওয়ারটিলার ও ধান রোপোন যন্ত্রের স্টিয়াড়িং ধরেছে মহিলারা

আসন্তি বর্মন



অরবিন্দ শর্মা, দিনহাটাঃ  

নারী দিবস। আজ আর নারীরা কোনো কাজেই পিছিয়ে নেই। তাদের চলার পথে হাজার বাঁধা- তবুও থেমে থাকে না তাদের গতি। সাবলম্বী হওয়ার প্রবনতা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েই চলছে। 

আধুনিক যন্ত্রের ব্যবহার করে নিজেদের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে দিনহাটা 2 নং ব্লকের কিশামত 10 গ্রাম গ্রাম পঞ্চায়েতের কিশামত দশ গ্রামের মহিলা আসন্তি বর্মন,তরুলতা বর্মনরা।

নারীর আজ দশভুজার রূপ নিয়ে কৃষি কাজের বিভিন্ন দিক যেমন মাশরুম চাষ বিনা কর্ষনে ফসল ফলানো, পাওয়ার টিলার চালানো, ধান রোপনের যন্ত্র চালানো,ফ্রুট প্রসেসিং,করেই চলেছে অবিরত। 

পাওয়ার টিলার যন্ত্র ও ধান রোপন যন্ত্র চালিয়ে একদিকে যেমন নিজেরা স্বাবলম্বী হচ্ছেন অপরদিকে পিছিয়ে পড়া নারীদের জীবন যুদ্ধে নামার আর্জি জানাচ্ছে তরুলতা ও আসন্তী বর্মনেরা।