আমার স্ত্রীর নাম তোমার ওই মুখে আর আনবে না- Will Smith
চলছে চলছে ৯৪তম অস্কার বা অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস ঘোষণা। আর জমকালো এই অনুষ্ঠানে সহ উপস্থাপক ক্রিস রকের গালে সবার সামনে চড় মেরে আলোচনার কেন্দ্রে এসেছেন জনপ্রিয় অভিনেতা উইল স্মিথ (Will Smith)। সবারই কৌতুহল, স্ত্রীকে (Will Smith wife) নিয়ে কী এমন বলেছেন রক, যাতে ক্ষেপে গিয়ে চড়ই বসিয়ে দিলেন স্মিথ (Will Smith)।
লাইভ সম্প্রসারণে দেখা যায়, অনেকক্ষণ ধরেই, স্মিথের স্ত্রী (Will Smith wife) জেডা পিংকেটকে নিয়ে কৌতুক করছিলেন কমেডিয়ান ক্রিস রক। জেডার (Will Smith wife) টাক হয়ে যাওয়াকে ঘিরেই চলছিলো তার রসিকতা।
এতেই বিরক্ত হয়ে একপর্যায়ে মঞ্চে উঠে আসেন উইল স্মিথ (Will Smith)। হলভর্তি দর্শককে হতবাক করে দিয়ে সজোরে থাপ্পড় মারেন উইল (Will Smith) ।
ঘটনাটির পর নিজের আসনে ফিরে চিৎকার করে ক্রিস রকের উদ্দেশে বলেন, আমার স্ত্রীর নাম তোমার ওই মুখে আর আনবে না।
উইল স্মিথের (Will Smith) কথায় পরিষ্কার হয়, কৌতুক করে ক্রিস রককে চড় মারেননি তিনি। ক্রিস রক অবশ্য এ ঘটনাকে ‘টেলিভিশন ইতিহাসে শ্রেষ্ঠ দিন’ বলে পরিস্থিতি হালকা করার চেষ্টা করেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊