IPL 2022: আইপিএলের ১৫ তম সিজনের জন্য অধিনায়ক হিসেবে ফাফ ডুপ্লেসিসের নাম ঘোষণা করল আরসিবি






IPL -এর ১৪ তম সিজনে রয়‍্যাল চ‍্যালেঞ্জার ব‍্যাঙ্গালোর দলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষনা দেন বিরাট কোহলি। আর তারপরেই পরবর্তী অধিনায়ক কে হবে তা নিয়ে শুরু হয় জল্পনা। রীতিমতো, রিটেনশন, নিলাম শেষ হয়েও জল্পনা ছিল অব‍্যাহত। অবশেষে আজ দলের অধিনায়কের নাম ঘোষনা করলো Royal Challengers Bangalore -RCB। বিরাট কোহলির জায়গায় আরসিবির নেতৃত্বে আসলে ফাফ ডুপ্লেসি।







আইপিএলের ১৫ তম সিজনের জন্য অধিনায়ক হিসেবে ফাফ ডুপ্লেসিসের নাম ঘোষণা করল আরসিবি। ফাফ ডুপ্লেসিকে নিলামে বেশ চড়া দামে দলে নিয়েছিলেন আরসিবি-র হয়ে অংশগ্রহণকারীরা। ডুপ্লেসিসের নেতৃত্বদানের ক্ষমতা দলের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, উন্নত হবে ব‍্যাটিং লাইন আপ, এমনটাই মনে করছেন আরসিবি-র কোচ সঞ্জয় বাঙ্গার। ছক বিবৃতি থেকে জানা যায়, বাঙ্গার বলেন, এমন কাউকে খুঁজছিলাম, যিনি টপ অর্ডারকে শক্তিশালী করে তুলবেন। ফাফ ডুপ্লসেসির অন্তর্ভূক্তি ওই চাহিদা পূরণ করেছে। ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে তিনটি ফরম্যাটেই প্রচুর অভিজ্ঞতা রয়েছে ফাফ ডুপ্লেসির। ফলে আমাদের হাতে বিকল্প থাকছে। শুধু ওপেনিংয়েই নয়, নেতৃত্বের ক্ষেত্রেও ফাফের উপস্থিতি দলকে সাহায্য করবে।




আগামী ২৭ মার্চ থেকে এবারের আইপিএল শুরু হচ্ছে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ১৫ তম আইপিএলের উদ্বোধনী ম্যাচে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস। বিরাটের ছেড়ে যাওয়া জায়গায় ফাফ। ফাফের ওপর ভরসা রাখলো আরসিবি। এখন ফাফ কতটা মেলে ধরেন নিজেকে সেটাই দেখার।