Udayan Guha, TMC: রাজ‍্য তৃণমূলের বড় দায়িত্বে দিনহাটার উদয়ন গুহ 



Udayan Guha



রাজ‍্য তৃণমূলে এবার বড় দায়িত্ব পেলেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ (Udayan Guha)। রাজ‍্য তৃণমূলের সভাপতি করা হয়েছে এই বর্ষীয়ান নেতাকে। শনিবার কলকাতায় এমনটাই জানান রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সি ।




এই খবরে খুশির হাওয়া দিনহাটার তৃণমূল শিবিরে। ঘোষনার পরেই বাড়িতে শুভেচ্ছা জানাতে যান একাধিক নেতৃত্ব। জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ প্রতিম রায়, তৃণমূল নেতা আব্দুল জলিল আহমেদ, রাজ্যের মন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী সহ আরো অন্যান্যরা শুভেচ্ছা জানাতে বাড়িতে যান।




সোশ‍্যাল মিডিয়ায় উদয়ন গুহের (Udayan Guha) এই বড় দায়িত্ব পাওয়ার খবর জানিয়েছেন কোচবিহার জেলা সভাপতি পার্থ প্রতিম রায়। পার্থ প্রতিম রায় এক ফেসবুক পোস্টে জানান, "দিনহাটার মাননীয় বিধায়ক উদয়ন গুহ মনোনীত হলেন প্রদেশ তৃণমূল কংগ্রেসের অন্যতম সহ-সভাপতি হিসেবে। মাননীয়া নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম। ধন্যবাদ রাজ্য সভাপতি মাননীয় সুব্রত বক্সী মহাশয়কে। অভিনন্দন উদয়ন গুহ কে। আজ আমরা কোলকাতায় উদয়নদার বাড়িতে।।"