Holi 2022: হোলিতে কিভাবে রং এর ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করবেন তার কিছু সহজ উপায় (tips) 



Dol Yatra 2022
Dol Yatra 2022



দোল যাত্রার (dol yatra 2022) পরের দিন হোলি (holi 2022)। হোলি মানেই রঙের খেলা (play with colours)। আনন্দে মাতোয়ারা হয়ে একে অপরকে রাঙিয়ে দিয়ে যায়। কিন্তু প্রাকৃতিক রং (herbal colours) এর বদলে অনেকক্ষেত্রেই ব্যবহার হয় রাসায়নিকযুক্ত সিন্থেটিক রং।  যা ত্বকের ক্ষেত্রে বেশ ক্ষতিকারক। তাই শুধু আনন্দে মাতলেই হবে না , খেয়াল রাখতে হবে নিজের শরীরের দিকেও। 

Dol Yatra 2022
Dol Yatra 2022

আসুন রং খেলার আগে জেনেনেই কীভাবে রং খেলায় নিজেকে সুরক্ষিত রাখবো।  হোলিতে চোখ ও চুলের পাশাপাশি নিজের ত্বককে কিভাবে রং এর ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করবেন তার কিছু সহজ উপায় রইলো-
Dol Yatra 2022
Dol Yatra 2022

এক)  হোলি খেলতে বেরোনোর আগে শরীর ঢাকা পোশাক পরুন অর্থাৎ ত্বক ঢেকে রাখবে এমন পোশাক ব্যবহার করুন। এতে কেউ রং দিলেও সরাসরি রংটি  ত্বকে প্রবেশ করবে না।


Dol Yatra 2022
Dol Yatra 2022



দুই)  রং খেলতে (Holi 2022) যাওয়ার আগে অবশ্যই হাতে-মুখে এমনকি সারা শরীরে ভালো করে তেল মালিশ করে নিন। সরিষা কিংবা নারিকেল তেল ব্যবহার করতে পারেন। এটি ব্যবহার করলে ত্বকে সহজে রঙের প্রবেশ হয় না। তেল থাকলে রং খুব সহজেই তুলে ফেলা যায়। (Dol Yatra 2022) 

Dol Yatra 2022
Dol Yatra 2022

তিন) অনেকে তেল মাখতে চায়না, সেক্ষেত্রে পেট্রোলিয়াম জেলি  সারা শরীরে লাগিয়ে তবে রং খেলতে বেরোন। বিশেষ করে কানের পেছনে, ঠোঁটে, আঙ্গুলের ফাঁকে ইত্যাদি সূক্ষ্ম জায়গায় পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে পারেন। এই জেলিতে থাকা ঘন টেক্সচার রঙের ক্ষতিকর রাসায়নিক প্রভাব থেকে ত্বককে রক্ষা করে। (Dol Yatra 2022)

Dol Yatra 2022
Dol Yatra 2022


চার)  নিজের ত্বককে বাঁচাতে রাসায়নিক যুক্ত  রংগুলি ব্যবহার করা বন্ধ করুন। ব্যবহার করুন প্রাকৃতিক বা হারবাল রং। বাড়িতেই তৈরি করা যায় প্রাকৃতিক রং (herbal colour) ।