WB POLICE CONSTABLE 2020 Result: প্রকাশিত হল রাজ্য পুলিশ কন্সটেবলের ফল
পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুইটমেন্ট বোর্ডের পুলিশ কন্সটেবল পরীক্ষা হয়েছে গতবছর সেপ্টেম্বরে । পশ্চিমবঙ্গে কনস্টেবল এবং লেডি কনস্টেবল ২০২০ -র প্রিলিমিনারি পরীক্ষা গত ২৬শে সেপ্টেম্বর রাজ্য জুড়ে অনুষ্ঠিত হয়েছিল। সাত দিনের জন্য প্রিলিমিনারি পরীক্ষার আনসার কি www.wbpolice.gov.in -এ আপলোড করাও হয়েছিল। এবার প্রকাশিত হল ফল।
আপনার ফল দেখতে অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইট www.wbpolice.gov.in -এ যেতে হবে। জানুন কিভাবে জানবেন ফল:
সবার প্রথম, রাজ্য পুলিশ রিক্রুইটমেন্টের অফিশিয়াল ওয়েবসাইট www.wbpolice.gov.in -এ যান।
এরপর Result of Preliminary Written Test for the test for the post of Constable and Lady Constable in West Bengal Police 2022 -এ ক্লিক করুন
এরপর জেলা, অ্যাপলিকেশন নং ও জন্ম তারিখ দিয়ে সাবমিট করুন আপনার ফল দেখতে পাবেন।
সরাসরি ফল দেখতে ক্লিক করুন: CLICK HERE
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊