WB MADHYAMIK HISTORY QUESTION AND ANSWER-মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর ২০২২ 

WB MADHYAMIK HISTORY QUESTION AND ANSWER
madhyamik history short question



ইতিহাস পরীক্ষায় কঠিন প্রশ্নের চাপে দিশেহারা ছাত্রছাত্রী, প্রশ্ন নিয়েই প্রশ্নচিহ্ন শিক্ষক মহলে


৭ মার্চ শুরু হয়েছে  মাধ্যমিক পরীক্ষা। বাংলা এবং ইংরেজি পরীক্ষার প্রশ্ন পেয়ে সন্তুষ্টই ছিলো ছাত্রছাত্রী। শিক্ষকরা বলেছেন দু-বছর অফলাইনে কোন ক্লাস তেমন ভাবে পায়নি এবছরের ছাত্রছাত্রীরা। সব শ্রেণির ছাত্রছাত্রীদের জন্যই হয়েছে বাংলা এবং ইংরেজির প্রশ্ন। দুই পরীক্ষার প্রশ্নের মান নিয়ে কোন অভিযোগ না থাকলেও ইতিহাস পরীক্ষার প্রশ্ন নিয়ে প্রশ্নচিহ্ন শিক্ষক মহলে । আর ছাত্রছাত্রীদের অবস্থা কতটা দিশেহারা তা বোঝাই যায়। 

এবছরের মাধ্যমিকের ছাত্রী মিতালি গুহ বলে, বাংলা ইংরেজি ভালো হলেও ইতিহাস পরীক্ষা ভালো হলো না। অনেক প্রশ্নের উত্তরই দিতে পারিনি। একই অভিযোগ একাধিক ছাত্র-ছাত্রীর মুখেই। 



madhyamik history short question
madhyamik history short question


ইতিহাসের শিক্ষক মানস রায় বলেন- ' দুই বছর যে ছাত্রছাত্রীরা অফলাইনে ক্লাস পেলো না তাদের জন্য এই ধরণের প্রশ্ন না করাই ভালো ছিলো। বিশেষ করে সংক্ষিপ্ত প্রশ্ন গুলির মধ্যে প্রায় ৮ থেকে ১০ টি প্রশ্ন বেশি মেধাবী ছাত্রছাত্রীদেরও অসুবিধায় ফেলবে। সেখানে কম মেধার ছাত্রছাত্রীদের অবস্থা স্বাভাবিক ভাবেই ভালো হবে না। 


madhyamik history short question
madhyamik history short question

ছাত্রছাত্রী এবং শিক্ষকদের সাথে কথা বলে যে সকল প্রশ্ন গুলো নিয়ে প্রশ্ন  উঠেছে সেই প্রশ্নগুলির হলো- (madhyamik history short question and answer)

১। নীলদর্পণ নাটকটি কোথায় ছাপা হয়েছিলো ? 

উত্তর ঃ ঢাকা 

 ২। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক কে ? 

উত্তরঃ দেলওয়ার হোসেন আহমেদ 


৩। সন্ন্যাসী বিদ্রোহ কথাটি প্রথম ব্যবহার করেন 

উত্তরঃ   ওয়ারেন হেস্টিংস না লর্ড কর্ণওয়ালিশ তা নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। 

৪। ঔপনিবেশিক অরণ্য আইনের প্রতিবাদে সংঘটিত একটি আদিবাসী বিদ্রোহ হল-

উত্তরঃ  চুয়ার এবং কোল বিদ্রোহ দুটোই একই কারনে সংঘটিত, এবং দুটোই অপশনে রয়েছে। 


৫। সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহটি হল-

উত্তরঃ ফরাজি আন্দোলন  এবং সন্ন্যাসি-ফকির বিদ্রোহ এই দুটোই অপশনে রয়েছে এবং এই প্রশ্নের সঠিক উত্তর নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। 

৬। মহাবিদ্রোহকে (১৮৫৭) কৃষক বিদ্রোহ আখ্যা দিয়েছেন-

উত্তরঃ এই প্রশ্নের উত্তর নিয়েও  সংশয় তৈরি হয়েছে 


এককথায়  এই ধরণের একাধিক  প্রশ্ন রয়েছে এবারের মাধ্যমিক ইতিহাস ২০২২ এর প্রশ্নে যার উত্তর নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। আরও পড়ুনঃ ইতিহাস পরীক্ষা কি তবে বাতিল করে নতুন ভাবে নেওয়া হবে পরীক্ষা ? 


Join our telegram channel