Latest News

6/recent/ticker-posts

Ad Code

Railway: যাত্রীদের সুবিধার্থে বড় ঘোষনা রেলের

Railway: যাত্রীদের সুবিধার্থে ফিরছে পুরোনো নিয়ম, বড় ঘোষনা রেলের 


Train




করোনা সংক্রমণের জেরে বহুদিন থেকে ট্রেন পরিষেবায় একাধিক বিষয়ে বিধি নিষেধ থাকলেও এবার সেই বিধি নিষেধ উঠতে চলেছে। পুরোনো নিয়মেই ফিরছে ট্রেনের পরিষেবা। এবার থেকে দূরপাল্লার ট্রেনে দেওয়া হবে বিছানা, চাদর এবং কম্বল। স্বস্তি দিয়ে এমনটাই ঘোষনা রেলের।




বৃহস্পতিবার সকল আঞ্চলিক রেলের জেনারেল ম্যানেজার একটি নির্দেশিকায় রেলওয়ে বোর্ডের তরফে জানানো হয়েছে, করোনাভাইরাস পরিস্থিতিতে ট্রেনের মধ্যে বিছানা এবং কম্বল প্রদানের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে সেই নিষেধাজ্ঞা তুলে দেওয়া হচ্ছে।




এখন থেকেই এই ব‍্যবস্থা আরম্ভ হবে বলে জানানো হয়েছে রেলের তরফে। করোনাভাইরাস কালের মতো কম্বল, বিছানা দেওয়া হবে। নির্দেশিকা আরও জানানো হয়েছে, এই নির্দেশিকা প্রকাশ করার সময় কাল থেকেই নির্দেশিকা কার্যকর হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code