WBP: পশ্চিমবঙ্গ পুলিশ প্রার্থীদের জন‍্য বড় খবর, জানুন বিস্তারিত



WB POLICE



পশ্চিমবঙ্গ বিপর্যয় মোকাবিলা দফতরের সিভিল ডিফেন্স অর্গানাইজেশনের আওতায় অগ্রগামী (পশ্চিমবঙ্গ সিভিল এমার্জেন্সি ফোর্স) এবং অগ্রগামী (ওয়াটার উইং সিভিল ডিফেন্স) পদে নিয়োগের লিখিত পরীক্ষার ‘অ্যানসার কি’ প্রকাশ কররো পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুইটমেন্ট বোর্ড (WEST BENGAL POLICE RECRUITMENT BOARD) ।




পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট wbpolice.gov.in এবং ডিরেক্টরেট অফ সিভিল ডিফেন্সের অফিসিয়াল ওয়েবসাইট wbdmd.gov.in-তে প্রার্থীরা ‘অ্যানসার কি’ দেখতে পারবেন।




১) পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট wbpolice.gov.in-তে যান।

২) 'Recruitment' ট্যাবের 'Recruitment'-তে ক্লিক করুন।

৩) ‘Recruitment of Agragami in WBCEF and WWCD in Civil Defence Organisation, WB, 2021’-র পাশে 'Get Details'-তে ক্লিক করুন।

৪) 'Answer key of of the written examination for Agragami in WBCEF and WWCD in Civil Defence Organisation'-র পাশে 'Get Details'-তে ক্লিক করতে হবে।

৫) তারপর আপনার 'অ্যানসার কি' দেখাবে।

৬) তা ডাউনলোড করে ভবিষ্যতের জন্য রেখে দিন।




‘অ্যানসার কি’ নিয়ে কোনও প্রার্থী কোনও বিষয় উত্থাপন করতে চাইলে তা সাতদিনের মধ‍্যে জানানো যাবে। 





প্রার্থীদের পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডকে মেল করতে হবে। ‘অ্যানসার কি’ নিয়ে সমস্যার কথা wbprb10@gmail.com-তে মেল করতে হবে বলে জানানো পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের তরফে জানানো হয়েছে।