Latest News

6/recent/ticker-posts

Ad Code

WB Assembly: উত্তাল বিধানসভা, 'বেনজির' রক্তারক্তি কাণ্ড!

উত্তাল বিধানসভা, 'বেনজির' রক্তারক্তি কাণ্ড!

WB Assembly TMC BJP MLA Clash




বেনজির হাতাহাতি পশ্চিমবঙ্গ বিধানসভায়। বিধায়কের মধ্যে হাতাহাতি। বগটুই কাণ্ড (Birbhum Massacre) নিয়ে ধুন্ধুমার বাঁধে বিধানসভায়। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন বিধানসভায় বগটুই কাণ্ড নিয়ে সরব হন। সরকার বিধানসভাকে এড়িয়ে যাচ্ছে। তোপ দাগেন শুভেন্দু। যার পরিপ্রেক্ষিতে স্পিকারের কড়া ভর্ৎসনার মুখে পড়েন বিরোধী দলনেতা। স্পিকার ধমক দেন, "বিধানসভা শুধু গন্ডগোল করার জন্য নয়। আপনারা অধিবেশন চলতে দিচ্ছেন না। আপনাদের নির্দিষ্ট সময় ছিল। কিন্তু আপনি হাউজে এসেও কথা বলেননি।"



স্পিকারের ভর্ৎসনার পরেই ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি (BJP) বিধায়করা। আর এরপরেই তৃণমূল - বিজেপি দুই দলের বিধায়কের মধ্যে শুরু হয় হাতাহাতি। অভিযোগ, শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ঘুষিতে নাক ফাটে চুঁচুঁড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের (Asit Majumdar)। পাল্টা জামা টেনে ছিঁড়ে দেওয়ার অভিযোগ করেন বিজেপি (BJP) বিধায়ক তথা বিরোধী চিফ হুইপ মনোজ টিগ্গা (Manoj Tigga)। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, ‘চন্দনা বাউড়ি, তাপসী মণ্ডলকেও মেরেছে তৃণমূল’। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, সিভিল ড্রেসে কলকাতা পুলিসের কয়কজন চড়াও হয় বিজেপি বিধায়কদের উপর। মহিলাদেরও চুলের মুঠি ধরে হেনস্থা করা হয়েছে।



বিধানসভার ভিতর এই 'নজিরবিহীন' হাতাহাতি-রক্তারক্তি কাণ্ডের তীব্র ভাষায় নিন্দা করে স্পিকার বিমান বন্দ্যোপাধ্য়ায়ের তোপ, "আজ যা ঘটল তা অনভিপ্রেত। বিধানসভার গুরুত্ব জানেন না। রুলস জানেন না। সচিবকে ক্ষয়ক্ষতির হিসেব নিতে বলেছি।"



বর্তমানে এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডে ভর্তি রয়েছেন অসিত মজুমদার। তাঁর শ্বাসকষ্টের সমস্যা রয়েছে বলে খবর হাসপাতাল সূত্রে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code