Latest News

6/recent/ticker-posts

Ad Code

WBPSC Food SI Recruitment: আবারও বাতিল প্যানেল, এবার ফুড সাপ্লাই সাব ইন্সপেক্টর পদে

Big Breaking News: আবারও বাতিল প্যানেল, এবার ফুড সাপ্লাই সাব ইন্সপেক্টর পদে


Big Breaking News



আজ ফুড সাব ইন্সপেক্টর পদে (WBPSC Food SI Recruitment) ৯৯৭জনের প্যানেল বাতিল করল স্টেট এডমিনেস্ট্রেটিভ ট্রাইব্যুনাল (SAT)। 

নিয়োগে অস্বচ্ছতা, সংরক্ষণ নীতি লঙ্ঘনের অভিযোগে দায়ের করা হয়েছিল মামলা। বেশকিছু দিন ধরে শুনানি চলে এই মামলার। ইতিমধ্যে নিয়োগে বেশ কিছু অনিয়মের প্রমান পেয়েছে স্যাট। এরপরেই এই প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছে আদালত।

স্যাটের এই নির্দেশের পরে ৯৯৭ জনের চাকরি নিয়ে ফের অনিশ্চয়তা তৈরি হল। 

প্রসঙ্গত  আদালতে আবেদন করে বলা হয়, ৯৯৭ জনের যে প্যানেল করা হয়েছে তাঁতে যাঁদের নিচের দিকে থাকার কথা, তাঁদেরকে প্যানেলের উপরে রাখা হয়েছে। আরও পড়ুনঃ Teachers Recruitment: শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি, সরাসরি ইন্টারভিউ দিয়েই চাকরি 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code