শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি, সরাসরি ইন্টারভিউ দিয়েই চাকরি
Sainik School Purulia-য় শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে চাকরিপ্রার্থীরা নির্দিষ্ট সময়ে সরাসরি ইন্টারভিউ দিতে পারবেন। আগামী ৩০ই মার্চ ইন্টারভিউ। শূন্যপদগুলির জন্য আবেদন করার আগে অনুগ্রহ করে অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখে নেবেন।
TRAINED GRADUATE TEACHER (SCIENCE)
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের বটানি, জুলজি, কেমিস্ট্রি নিয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে। সঙ্গে B.Ed থাকতে হবে চাকরিপ্রার্থীর। এই বিষয়ে আরও জানতে অফিশিয়াল ওয়েবসাইট দেখতে হবে।
TRAINED GRADUATE TEACHER (SOCIAL SCIENCE)
শিক্ষাগত যোগ্যতা: চাকরিপ্রার্থীদের হিস্ট্রি ও পলিটিক্যাল সায়েন্সে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এই বিষয়ে আরও জানতে অফিশিয়াল ওয়েবসাইট দেখতে হবে চাকরিপ্রার্থীদের।
প্রার্থীদের 01/04/2022 তারিখের মধ্যে বয়স 21-35 বছর হতে হবে।
আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের ইংরেজিতে সাবলীলভাবে কথোপকথন ছাড়াও CTET/ TET উত্তীর্ণ হতে হবে। এই বিষয়ে সব বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আবেদনের ফি সাধারণের জন্য 400 টাকা ধার্য করা হয়েছে। (SC/ST প্রার্থীর জন্য 200/- টাকা)।
বিস্তারিত জানতে নজর দিন- Official website of Sainik School Purulia — https://sainikschoolpurulia.com
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊