নেটিজেনদের প্রশংসায় ভাসছেন সেলুন দোকানদার (Barber)

Viral Barber




সাধারণত কমবেশি ভিড় সব সেলুনেই লক্ষ্য করা যায়। অনেকে ভিড় দেখে হয়তো অন্য দোকানের খোঁজে চলে যান কেউবা আবার সেলুনেই ধৈর্য্য সহকারে বসে থাকেন। অপেক্ষা করতে থাকেন সিরিয়াল নাম্বারের। এই অপেক্ষার সময়ে ৩০ শতাংশ কম চার্জের ব্যবস্থা করেছেন এক নরসুন্দর বা ক্ষৌরকার।



তামিলনাড়ুর থোথোকুডি জেলার এক সেলুন মালিক (Barber) নিয়েছেন এই অভিনব উদ্যোগ। তাঁর দোকানে আসা ব্যক্তি যদি সেলুনে সাজিয়ে রাখা বইয়ের সম্ভার থেকে বই নিয়ে ধৈর্য সহকারে পড়তে থাকেন তবে সেই বই পাঠকের সেলুনের চার্জ থেকে ৩০ শতাংশ ছাড়ের ব্যবস্থা করেছেন দোকান মালিক (Barber)।


কিন্তু কীভাবে বুঝবেন সেলুনে আসা ব্যক্তি আসলেই বই পড়েছেন? এর জন্য রয়েছে বিশেষ উপায়। চুল কাটতে কাটতেই সেরে নেন প্রশ্নোত্তরের পর্ব। যদি প্রশ্নের উত্তর সঠিক হয় তবেই ৩০ শতাংশ ছাড় পাওয়া যায়।




আর এই ঘটনা স্যোসাল মিডিয়ায় জানাজানি হতেই ভাইরাল (Viral) হয়ে যায় নিমেষে। নেটিজেনদের প্রশংসায় ভাসছেন সেলুন দোকানদার (Barber)।