মাধ‍্যমিক পরীক্ষার সময় ইন্টারনেট বন্ধ নয়, রাজ‍্যের সিদ্ধান্তে স্থগিতাদেশ হাইকোর্টের


High Court




রাজ‍্যজুড়ে ৭ই মার্চ থেকে আরম্ভ হয়েছে ২০২২-র মাধ‍্যমিক পরীক্ষা (Madhyamik 2022)। মাধ‍্যমিক পরীক্ষা চলাকালীন রাজ‍্যের বিভিন্ন এলাকাকে স্পর্শকাতর চিহ্নিত করে ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত নেয় রাজ‍্য। কার্যত, টোকাটুকি রুখতেই এই পদক্ষেপ নিয়েছিল রাজ‍্য। আর রাজ‍্যের সেই সিদ্ধান্তের বিরোধীতায় মামলা হয় হাইকোর্টে। সেই মামলার শুনানি ছিল আজ।




মাধ্যমিক (Madhyamik 2022) চলাকালীন ১৪৪ ধারা জারি করে ইন্টারনেট বন্ধের বিজ্ঞপ্তি খারিজ করে দিল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। জারি করা হল অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ। ৪ সপ্তাহ পর ফের মামলার শুনানি।



সোমবার থেকে রাজ্যজুড়ে  ১ হাজার ৪৩৫ প্রধানকেন্দ্র ও ২ হাজার ৭৫৯ উপকেন্দ্রে চলছে মাধ্যমিক।  এবছর পরীক্ষার্থীর সংখ্যা ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩। মধ্যশিক্ষা পর্ষদের ইতিহাসে যা রেকর্ড। আরও পড়ুনঃ Madhyamik HISTORY পরীক্ষা কি বাতিল হবে ! প্রশ্নের মুখে মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা ২০২২



প্রসঙ্গত, ১৪৪ ধারা প্রয়োগের কথা উল্লেখ করে স্বরাষ্ট্র দফতর থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়, যে মাধ্যমিক (Madhyamik 2022) শুরু হওয়ার পর যদি কোথাও টোকাটুকি বা গন্ডগোল হয়, সেক্ষেত্রে পরিস্থিতি বিবেচনা করে শুধুমাত্র সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্র ও লাগোয়া এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধের নির্দেশ দিতে পারেন জেলাশাসক ও পুলিস সুপার।