WB MADHYAMIK HISTORY QUESTION AND ANSWER-মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর ২০২২
11 মার্চ অনুষ্ঠিত মাধ্যমিক ২০২২ এর ইতিহাস পরীক্ষা নিয়ে তৈরি হয় বিতর্ক। প্রশ্ন শুধু কঠিনই নয় সিলেবাস বহির্ভুত বলেও দাবী উঠেছে। ফলে অনেকেই মাধ্যমিক ইতিহাস পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবী তুলছেন স্যোসাল মিডিয়ায়।
স্যোসাল মিডিয়ায় বুদ্ধদেব মাহাতো নামে একজন দাগ নম্বর অনুযায়ী প্রশ্ন বিশ্নেষণ করে দেখিছেন এবছর কোন কোন প্রশ্ন সিলেবাস বহির্ভুত। তাঁর তথ্য অনুসারে-
১.১ সিলেবাস অনুযায়ী
১.২ "রেশম আবিস্কৃত হয়" - প্রশ্নটি সিলেবাস বর্হিভূত। এটা খাদ্যাভ্যাস /পরিবেশ / ইতিহাসের উপাদান কোনো সিলেবাসের মধ্যে পড়ে না।
১.৩ "নিষিদ্ধ শহর"- জটীল প্রশ্ন- শহরের ইতিহাস চর্চার অন্তর্ভুক্ত।
১.৪ সিলেবাস অনুযায়ী
১.৫. " নীলদর্পণ নাটকটি ছাপা হয়েছিল"- প্রশ্নে অসংগতি আছে। প্রশ্নকর্তা কি উত্তর চেয়েছেন তা নির্দিষ্ট নয়। নাটকটি ঢাকা ছাড়াও অন্যান্য ছাপাখানায় ও ছাপানো হতে পারে। প্রথম কোথায় ছাপানো হয়েছিল এটা বলা যেতেই পারে।
১.৬সিলেবাস অনুযায়ী
১.৭সিলেবাস অনুযায়ী
১.৮ "কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক" - কোনো সঠিক উত্তর নেই এই প্রশ্নের। কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস একমাত্র সঠিক তথ্য দিতে পারে এব্যাপারে।
১.৯ সিলেবাস অনুযায়ী
১.১০ "সন্ন্যাসী বিদ্রোহ" বলে কোনো বিষয় মাধ্যমিক সিলেবাসে নেই। সেটা সন্ন্যাসী ফকির বিদ্রোহ।
১.১১সিলেবাস অনুযায়ী
১.১২সিলেবাস অনুযায়ী
১.১৩সিলেবাস অনুযায়ী
১.১৪ "মহাবিদ্রোহকে কৃষকবিদ্রোহ আখ্যা দিয়েছেন"- প্রশ্নটি ভুল। এটা সমালোচনামূলক প্রশ্ন। তাই প্রশ্নকর্তা এখানে ১৮৫৭ বিদ্রোহ লিখতে পারতেন। উনি এটাকে 'মহাবিদ্রোহ' আখ্যা দেওয়ার অনুমতি কার কাছ থেকে পেয়েছেন?
১.১৫সিলেবাস অনুযায়ী
১.১৬সিলেবাস অনুযায়ী
১.১৭ জগদীশ চন্দ্র বসু পদার্থ বিদ্যা ও উদ্ভিদ বিদ্যা উভয়েই পড়াতেন। সিলেবাসে অতিসংক্ষিপ্ত আলোচনা করতে বলা হয়েছে। তাহলে ছাত্রছাত্রীদের পক্ষে কিভাবে সম্ভব বসু বিজ্ঞান মন্দির এর ক্লাস রুটিন মুখস্থ করে রাখা?
১.১৮সিলেবাস অনুযায়ী
১.১৯সিলেবাস অনুযায়ী
১.২০সিলেবাস অনুযায়ী
খ বিভাগ
কিছু কিছু প্রশ্ন তুলনামূলক জটিল। কিন্তু সিলেবাসের মধ্যে আছে।
গ বিভাগ
৩.৯ একই ভূল করেছেন প্রশ্নকর্তা। ১৮৫৭ বিদ্রোহকে মহাবিদ্রোহ বলে।
৩.১৪ 'বিদ্যাসগর সাট' বাংলা ব্যাকরণের প্রশ্ন। ইতিহাসের নয়।
৩.১৬ রবীন্দ্রনাথ ঠাকুরের 'গ্রামীণ শিল্প' পাঠ্যক্রম বর্হিভূত প্রশ্ন।
ঘ- বিভাগ
৪.৪ "নীল বিদ্রোহ সংবাদপত্রের ভূমিকা" সিলেবাসে পরিষ্কার করে কোথাও সেরকম কিছু বলা নেই।
৪.৮ ” বাংলার ছাপাখানার বিকাশে গঙ্গাকিশোর ভাট্টাচার্য" এই সংক্রান্ত স্পষ্ট নির্দেশ সিলেবাসে নেই।
বাকী প্রশ্নগুলো সিলেবাসের অন্তর্ভুক্ত।
ঙ - বিভাগ
৫.৩ মান ৮ এর ৫ নম্বরের প্রশ্ন চার্লস উইলকিন্স এর ভূমিকা সংক্রান্ত কথা সিলেবাসে স্পষ্ট উল্লেখ নেই।
বাকী সব সিলেবাসের অন্তর্ভুক্ত।
শুধু বুদ্ধদেব মাহাতোই নন, স্যোসাল মিডিয়া জুড়ে শিক্ষকদের একাংশ জোর দিয়েই দাবী করছেন ইতিহাস প্রশ্নের এই সমস্ত সমস্যা ছাত্রছাত্রীদের বিপদ ডেকে আনলো। এমনকি পরীক্ষা বাতিল করার দাবীও উঠেছে।
বাংলা এবং ইংরেজি পরীক্ষার প্রশ্ন পেয়ে সন্তুষ্টই ছিলো ছাত্রছাত্রী। ভূগোল পরীক্ষার ক্ষেত্রেও খুব একটা অসুবিধার কথা শোনা যায়নি। শিক্ষকরা বলেছেন দু-বছর অফলাইনে কোন ক্লাস তেমন ভাবে পায়নি এবছরের ছাত্রছাত্রীরা। সব শ্রেণির ছাত্রছাত্রীদের জন্যই হয়েছে বাংলা এবং ইংরেজির প্রশ্ন। দুই পরীক্ষার প্রশ্নের মান নিয়ে কোন অভিযোগ না থাকলেও ইতিহাস পরীক্ষার প্রশ্ন নিয়ে প্রশ্নচিহ্ন শিক্ষক মহলে । আর ছাত্রছাত্রীদের অবস্থা কতটা দিশেহারা তা বোঝাই যায়।
এখন দেখার পর্ষদ কী সিদ্ধান্ত গ্রহণ করে। ইতিহাস পরীক্ষা বাতিল করে আবারও পরীক্ষা নেবে না কি তা জানার জন্য তাকিয়ে থাকতে হবে পর্ষদের দিকেই।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊