'লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ ১০ হাজার কোটি টাকা’, একাধিক ঘোষনা রাজ্য বাজেটে
WB State Budget 22
আজ ২০২২-’২৩ আর্থিক বছরের রাজ্য বাজেট পেশ। বিধানসভায় বাজেট পেশ করছেন অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বাজেট পড়ছেন চন্দ্রিমা ভট্টাচার্য। অন্যদিকে, বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। ভাষণ চলাকালীন স্লোগান দেন বিজেপি বিধায়করা।
রাজ্য বাজেটে কী কী জানান হল?
- ‘লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ ১০ হাজার কোটি টাকা'
- ‘ফ্ল্যাট-বাড়ি কেনাবেচায় স্ট্যাম্প ডিউটিতে ২ শতাংশ ছাড়’
- ‘ছাড়ের মেয়াদ বাড়ল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত’
- ‘সার্কেল রেটেও ১০ শতাংশ ছাড়’
- ‘সিএনজি চালিত যানবাহনের ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি ও রোড ট্যাক্স মকুব’
- ‘২ বছরের জন্য রেজিস্ট্রেশন ফি ও রোড ট্যাক্স মকুব’
- নারী ও শিশুকল্যাণ ১৭ দশমিক ৫ গুণ বেড়েছে বরাদ্দ
- পিছিয়ে পড়া, আদিবাসী অনগ্রসর উন্নয়ে ৬ দশমিক ৭ গুণ বেড়েছে বরাদ্দ
- খাদ্যসাথী প্রকল্পে ১০ কোটি মানুষ সুবিধা পাচ্ছেন
- শিক্ষাশ্রী প্রকল্পে ১ কোটি সাড়ে ৪ লক্ষ স্কলারশিপ
‘রাজ্যের থেকে টাকা তুলে নিয়ে যায় কেন্দ্র। ১০০ শতাংশ টাকা রাজ্যের থেকে নিয়ে ৪০-৪৫ শতাংশ টাকা কেন্দ্রীয় প্রকল্পে বরাদ্দ হয়। কেন্দ্রের থেকে ৯০ হাজার কোটি টাকার বেশি পায় রাজ্য। আমফানের পর ৩২ হাজার কোটি টাকার বেশি পায় রাজ্য’, বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
‘শুধু বাংলাই সরকারি কর্মচারীদের পেনশন দেয়। আর কোনও রাজ্যই সরকারি কর্মচারীদের পেনশন দেয় না’, মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
রাজ্যের বাজেট বরাদ্দ বেড়েছে ৮ গুণ। রাজস্ব আদায় ৩.৭৬ গুণ বেড়েছে। বাজেট (West Bengal Budget 2022-2023) পেশ করতে গিয়ে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কৃষি পরিকাঠামোতে বরাদ্দ বেড়েছে ১১.৩ গুণ। সেখানে ৩৪ হাজার ১৩০ কোটি টাকার প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী। এ ছাড়াও ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারে ৬ গুণ বরাদ্দ হয়েছে বলে জানান তিনি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊