wb job news:  উত্তরবঙ্গের রাজবংশী মিডিয়ামে শিক্ষক নিয়োগ, Notification জারি 


Primary school para teachers




উত্তরবঙ্গের রাজবংশী মিডিয়ামে (Rajbanshi Medium School) নতুন স্বীকৃত 198টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ (Primary school para teachers) করা হবে। সংশ্লিষ্ট জেলা পর্যায়ের কমিটির সুপারিশ অনুযায়ী এই শূন্যপদ পূরণ করা হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে জেলা শিক্ষা অফিসার, SSMK প্রক্রিয়াটি সম্পূর্ণ করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অর্থ বিভাগের সম্মতিতে এবং পরবর্তীতে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী নিয়োগ করা হবে।

বিজ্ঞপ্তি অনুসারে SSA নিয়ম অনুসারে প্রয়োজনীয় যোগ্যতা থাকা প্রার্থীদের নিয়োগ করা হবে। পার্শ্ব শিক্ষক পদে মাসিক সাম্মানিক 10,000 টাকা এবং অশিক্ষক চুক্তিভিত্তিক পদে 8,000 টাকা মাসিক  সাম্মানিক দেওয়া হবে। আগামী 30 দিনের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলির রাজবংশী মাধ্যম স্কুলে নিয়োগ করা হবে।

job notification

তবে এখনো আবেদন প্রক্রিয়া, শিক্ষাগত যোগ্যতা প্রভৃতি সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।