Sunny Leone: ফের বাংলাদেশ যাওয়ার অনুমতি মিলল না সানি লিওনের
বাংলাদেশে যেতে চাইলেও হোঁচট খাচ্ছেন বলিউড অভিনেত্রী সানি লিওন। শুধু একবার নয় বারবারেই এই সমস্যার সম্মুখীন। মিলছে না অনুমতি। এর আগে ২০১৫ সালে বাংলাদেশে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা থাকলেও সেবারেও যেতে পারেননি সানি।
এবারও বাংলাদেশে যেতে চেয়ে ভিসার আবেদন করেছেন সানি লিওন। কিন্তু এবারও তাঁকে ফিরিয়ে দিল বাংলাদেশ সরকার। বাংলাদেশ তথ্য মন্ত্রণালয়ের থেকে ভিসায় অনুমতি না দেওয়ার কথাই জানা গেছে। সানি লিওনের পাশাপাশি আরও ১০ জন ভারতীয় শিল্পী-কলাকুশলীকে বাংলাদেশে যাওয়ার অনুমতি প্রদান করে তথ্য মন্ত্রণালয়। সেখানে উল্লেখ করা হয়, শামীম আহমেদ রনির(Shamim Ahmed Roni) পরিচালনায় ‘সোলজার’(Soldier) নামের একটি সিনেমার শুটিংয়ে অংশ নেবেন তারা।
সানির আসল নাম অর্থাৎ করণজিৎ কৌর ওয়েভারের নাম ছিল এবং উল্লেখ ছিল যে তিনি আমেরিকা যুক্তরাষ্ট্রের নাগরিক। অনুমতি পাওয়া ১১ জন শিল্পী বাংলাদেশে পৌঁছে নির্দিষ্ট শর্ত মেনে সেখানে শুটিং করতে পারবেন। কিন্তু বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে দেখা গেল, সেই অনুমতি বাতিল করা হয়েছে। কেবলমাত্র সানি লিওনের নাম বাতিল করেছে বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়। বাংলাদেশ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল ইসলাম সেই বাতিলের পত্রে স্বাক্ষর করেছেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊