পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর কংগ্রেস শিবিরে বড় পদক্ষেপ

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর কংগ্রেস শিবিরে বড় পদক্ষেপ


Sonia Gandhi




উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, গোয়া ও মণিপুর সদ্য এই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর কংগ্রেস শিবিরে বড় পদক্ষেপ। পাঁচ রাজ্যের প্রদেশ সভাপতিদের (PCC Presidents) ইস্তফা দিতে বলেছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী। হাত শিবিরের মুখপত্র তথা সিনিয়র নেতা রণদীপ সিংহ সুরজেওয়ালা (Randeep Surjewala) সংবাদসংস্থা এএনআইকে এমনটাই জানিয়েছেন।



রণদীপ সিংহ সুরজেওয়ালা বলেছেন, 'উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, গোয়া ও মণিপুরের প্রদেশ সভাপতিদের ইস্তফা দিতে বলেছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী। পার্টিকে ঢেলে সাজানোর লক্ষ্যেই এই পদক্ষেপ।'



দলের ক্ষমতার কেন্দ্রস্থল গাঁধী পরিবার সরে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করলেও তাঁদের ওপরই ফের আস্থা রেখেছে কংগ্রেস। কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সনিয়া গাঁধী নিজেই গাঁধী পরিবার সরে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেন বলে সূত্রের খবর।



ঠিক কোথায় গলদ, তা খুঁজতে নেমে কংগ্রেস।শীর্ষনেতৃত্বের পদক্ষেপে ইঙ্গিত তেমনই। প্রিয়ঙ্কা গাঁধী বঢ়রাকে সামনে রেখে উত্তরপ্রদেশের ভোটে ঝাঁপালেও কংগ্রেসের সেখানে ফল অত্যন্ত শোচনীয়। তাঁদের হাতে থাকা পঞ্জাবও খুইয়েছে কংগ্রেস।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ