গাছের নিচে চাপা পড়ে মৃত্যু হলো এক কিশোরের- শোকের ছায়া এলাকায় 

মানুষ, গাছ,


মধুসূদন রায়,ময়নাগুড়ি, ২৯ মার্চঃ জাতীয় সড়কের ধারে থাকা গাছ উপড়ে পড়ে যাওয়ায় মৃত্যু হলো ১২ বছর বয়সী এক কিশোরের। মঙ্গলবার এমনই ঘটনা ঘটলো ময়নাগুড়ি থেকে মালবাজারগামী ৩১ নং জাতীয় সড়কের বোলবাড়ি এলাকায়। 

জানা যায়, মৃত ওই কিশোরের নাম আয়ুস সাহা। বয়স ১২। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে আয়ুস রাস্তা দিয়ে হাঁটছিল সেসময় আচমকা রাস্তার পাশের একটি গাছ উপড়ে পড়ে তার গায়ে। যার জেরে গাছের নিচেই চাপা পড়ে আয়ুস। 

এরপর স্থানীয়দের তৎপরতায় তাকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। 

এদিকে ঘটনার সাথে সাথে খবর দেওয়া হয় ময়নাগুড়ি দমকলকে। দমকলকর্মীরা দ্রুত সেখানে গিয়ে কাটার দিয়ে গাছটিকে কেটে রাস্তা থেকে সরিয়ে ফেলেন। 

ময়নাগুড়ি দমকল সূত্রে জানা যায়, ওই গাছের কোন মূল বা শেকড় কিছুই ছিল না। গাছটি কিভাবে পড়ে গেল এটা কেউ বলতে পারছেন না। 

ঘটনায় আয়ুস সাহা নামের ওই কিশোরের মাথা থেঁতলে যায়। এমনকি মাথার বেশ কিছু অংশ বেরিয়ে যায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে।