Provident Fund: পাঁচ রাজ্যের ভোটপর্ব মিটতেই প্রভিডেন্ট ফান্ডে সুদের হার কমানোর ঘোষণা
প্রভিডেন্ট ফান্ডে (Provident Fund interest) সুদের হারে রেকর্ড পতন । উত্তরপ্রদেশ সহ দেশের পাঁচ রাজ্যের ভোটপর্ব মিটতেই প্রভিডেন্ট ফান্ডে সুদের হার (Provident Fund interest) কমানোর কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। আর এই নিয়ে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
মমতা (Mamata Banerjee) টুইটে লেখেন, উত্তরপ্রদেশে ভোট জিতেই বিজেপি সঙ্গে সঙ্গে গিফট কার্ড নিয়ে এসেছে! প্রভিডেন্ট ফান্ডে (Provident Fund) চার দশকে সবচেয়ে কম সুদের হার নামিয়ে এনে বিজেপি নিজেদের মুখোশটা খুলে আসল চেহারাটা সামনে এনেছে। অতিমারীর ঝড় যাওয়া দেশের মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত শ্রেণীর মানুষ, কর্মী, শ্রমিক এবং বেতনভোগীদের কাছে খুবই আর্থিক চাপের ব্যাপার।
কেন্দ্র সরকারের এই সিদ্ধান্ত জন বিরোধী, শ্রমিক বিরোধী অ্যাখা দিয়ে একসঙ্গে লড়াইয়ের আহ্বান জানিয়েছেন মমতা।
প্রসঙ্গত, ২০২১-২২ অর্থবর্ষে কমতে চলেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে (Employees’ Provident Fund) জমা আমানতের উপর সুদের হার (Interest Rate)। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ৮.৫ শতাংশ থেকে কমে সুদের হার হতে চলেছে ৮.১ শতাংশ। খুব শীঘ্রই অর্থ মন্ত্রকের কাছে ইপিএফও-র ট্রাস্টি বোর্ড এই প্রস্তাব দিতে চলেছে।
এদিকে রাজ্য বাজেটেও হতাশ রাজ্য সরকারী কর্মচারীরা । আগামী অর্থবর্ষেও মহার্ঘ্য ভাতা মিলবে না বলেই মনে করছে অভিজ্ঞ মহল।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊