Latest News

6/recent/ticker-posts

Ad Code

IPL 2022, RCBvsPBKS ব্যর্থ ডু প্লেসিস- কোহলির পার্টনারশিপ, ২০৬ রানের টার্গেট পেড়িয়ে জয় পাঞ্জাব কিংসের

ব্যর্থ ডু প্লেসিস- কোহলির পার্টনারশিপ, ২০৬ রানের টার্গেট পেড়িয়ে জয় পাঞ্জাব কিংসের


RCBvsPBKS



ডু প্লেসিস- কোহলির পার্টনারশিপ ব্যর্থ করে ২০২২ আইপিএলের প্রথম ম্যাচেই জয় ছিনিয়ে নিল পাঞ্জাব। ফ্যাফ ডু প্লেসিস, বিরাট কোহলি এবং শেষ দিকে দীনেশ কার্তিক মারমুখী মেজাজে দলের রানকে ২০৫-এ নিয়ে গিয়েছিলেন। দুশোর উপর রান তুলেও হেরে গেল আরসিবি।



মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে রবিবার টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পঞ্জাব কিংস অধিনায়ক ময়ঙ্ক। আরসিবি-র প্রথম উইকেটে ৫০ উঠে যায়। দ্বিতীয় উইকেটে বিরাট ও ফ্যাফ ১১৮ রান যোগ করেন। ৫৭ বলে ৮৮ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন ডু প্লেসিস। বিরাট ২৯ বলে ৪১ রানে অপরাজিত থাকলেন। তিনটি চার এবং তিনটি ছয়ে ১৪ বলে অপরাজিত ৩২ রানের ইনিংস খেললেন দীনেশ। নির্ধারিত ওভারে ২০৫ রান তোলে আরসিবি।



রানের পাহাড় কাঁধে নিয়ে প্রথমে মায়াঙ্ক (৩২) ও ভানুকা রাজাপক্ষের (৪৩) সঙ্গে জুটি ভালই এগিয়ে নিয়ে যায় দলকে। কিন্তু আকাশ দীপ, মহম্মদ সিরাজদের তাণ্ডবে চাপে পড়ে যান মিডল অর্ডার ব্যাটাররা। শেষে শাহরুখ খান ও স্মিথের জুটিতেই ঘুরে দাঁড়ায় পঞ্জাব। একের পর এক চার ছক্কা হাঁকিয়ে জয় পকেটে ভরে ফেলে প্রীতির দল।



প্রথম উইকেটে উঠল ৭১ রান। প্রথম ম্যাচেই চারটি বিশাল ছক্কার সাহায্যে ২২ বলে ৪৩ করলেন ভানুকা রাজাপক্ষ।২২ বলে ৪৩ রানে ফিরলেন স্বদেশীয় বোলার ওয়ানিন্দু হসরঙ্গকে। বাকিটা শাহরুখ ২০ বলে ২৪ ও ওডিন স্মিথ ৮ বলে ২৫ রানে অপরাজিত থেকে পঞ্জাবকে দুই পয়েন্ট দিয়ে মাঠ ছাড়লেন। অধিনায়কত্বের দায়িত্ব নিয়েই প্রীতির পঞ্জাবকে জয় উপহার দিলেন ময়ঙ্ক আগরওয়াল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code