দোলের আগে কোভিড কড়া বিধি নিষেধ নিয়ে বিশেষ বিজ্ঞপ্তি নবান্নের



COVID Restriction




সামনেই দোল পূর্ণিমা। রাজ‍্য মাতবে রঙের উৎসবে। আর তার আগে কোভিড বিধি নিয়ে আপডেট দিল নবান্ন। ১৮ মার্চ, শুক্রবার দোল (Dol Yatra)। তার আগের দিন সন্ধেবেলা ন্যাড়াপোড়া (Holika Dahan) উপলক্ষে নাইট কার্ফু (Night Curfew) শিথিল করার কথা ঘোষণা করল রাজ্য সরকার।



হোলিকা দহন উপলক্ষে নাইট কার্ফু শিথিল করার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লেখেন তৃণমূল কংগ্রেস (TMC) সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Bandyoapadhyay)। চিঠির জবাবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘আপনি হোলিকা দহন উপলক্ষে নাইট কার্ফু শিথিল করার আবেদন জানিয়েছিলেন। আপনার এই অনুরোধের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকার সেদিন নাইট কার্ফু শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে। সবাই যাতে ভালভাবে ধর্মীয় উৎসব পালন করতে পারেন, তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’




প্রসঙ্গত, রাজ‍্যে সংক্রমণ কমলেও জারি রয়েছে নাইট কার্ফু। রাত ১২টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত রয়েছে বিধি নিষেধ। জরুরি ও অত্যাবশ্যকীয় পরিষেবার সঙ্গে যুক্ত ছাড়া বাকি সব গাড়ি চলাচল নিষিদ্ধ। দোলের আগে সেই বিধি নিষেধ শিথীল করল রাজ‍্য।