Latest News

6/recent/ticker-posts

Ad Code

৪ রাজ্যের জয়ে দেশের মা, বোনেদের ভূমিকা গুরুত্বপূর্ণ-Narendra Modi

যেখানে পুরুষের তুলনায় মহিলারা বেশি ভোট দিয়েছেন, সেখানে বিজেপি বাম্পার জয় পেয়েছে-Narendra Modi

Narendra Modi


নিউজ ডেস্কঃ উত্তরপ্রদেশে (Uttar Pradesh) বিজেপির (BJP) রেকর্ড আসন সংখ্যা বেড়েছে- যোগীতেই ভরসা রেখেছে জনগণ। সেই সাথে উত্তরাখণ্ডেও নতুন ইতিহাস তৈরি করলো বিজেপি। গোয়া (Goa) এবং মণিপুরেও (Manipur) জয়ী বিজেপি। আর এই জয়ের পরই অত্যন্ত আনন্দিত প্রধানমন্ত্রী মোদী বলেন- মানুষ বিজেপির উপর আস্থা রেখেছেন। বিজেপির নীতি, বিজেপির সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় অপার বিশ্বাস থেকেই এই জয়।"



৪ রাজ্যে জয়ের পর দেশের মহিলা, মা, বোনদের প্রণাম করেন মোদী। এই ৪ রাজ্যের জয়ে দেশের মা, বোনেদের ভূমিকা গুরুত্বপূর্ণ। যেখানে পুরুষের তুলনায় মহিলারা বেশি ভোট দিয়েছেন, সেখানে বিজেপি বাম্পার জয় পেয়েছে বলে মন্তব্য করেন মোদী।



মোদী (Narendra Modi) বলেন, তিনিও বেশ কয়েক বছর মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করেছেন। তাই জানেন, প্রত্যন্ত মানুষকে সুযোগ সুবিধা দিতে কত কাজ করতে হয়। বিজেপি জানে মানুষের কাছে কীভাবে পরিষেবা পৌঁছে দিতে হয়। গরীবের কাছে তাঁদের সুযোগ সুবিধা পৌঁছে না দেওয়া পর্যন্ত তিনি চুপ করে বসে থাকবেন না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।




মোদীর কথায়, সরকারে থাকলে কত অসুবিধা পোহাতে হয়, তা তাঁর জানা। তা সত্ত্বেও তিনি চেষ্টা করেছেন। ১৫ অগাস্ট লালকেল্লা থেকে ভাষণ দিয়েছিলেন, সেখানে তিনি বলেছিলেন, বিজেপি দেশের যেখানে যেখানে ক্ষমতা পাবে, সেখানে মানুষের জন্য কাজ করবে। গরীব যাতে সরকারের সমস্ত সুয়োগ সুবিধা পান, সে বিষয়ে তিনি নিজের চেষ্টা অব্যাহত রাখবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন। দেশের প্রত্যেকটি গরীব মানুষের কাছে বিজেপি পৌঁছবে বলেও আত্মবিশ্বাসী সুরে বলেন প্রধানমন্ত্রী।


তিনি বলেন, 'মা-বোনেরা ও যুব সম্প্রদায় যেভাবে বিজেপিকে ভোট দিয়েছে সেটা অনেক বড় বিষয়। প্রথম ভোটাররা প্রচুর পরিমানে নির্বাচনে অংশ নিয়েছেন এবং বিজেপিকে ভোট দিয়েছেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code