Madhyamik 2022 Result News: মাধ্যমিকের রেজাল্ট কবে? জেলায় জেলায় পরীক্ষকদের হাতে তুলে দেওয়া হলো খাতা 


madhyamik 2022 result date


জেলায় শুরু হলো মাধ্যমিক পরীক্ষার (madhyamik result) খাতা বিতরণ। গত ৭ মার্চ শুরু হওয়া এবছরের মাধ্যমিক পরীক্ষা (madhyamik exam) শেষ হয় ১৬ মার্চ। এবছর ইতিহাস প্রশ্ন নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়, পুনরায় ইতিহাস পরীক্ষার দাবীও ওঠে স্যোসাল মিডিয়ায়। তবে পুনরায় ইতিহাস পরীক্ষা সংক্রান্ত কোন খবর না পাওয়া গেলেও জেলায় জেলায় মাধ্যমিক পরীক্ষার (madhyamik exam) খাতা পরীক্ষকদের হাতে তুলে দেওয়া শুরু হয়েছে। 


আজ কোচবিহার জেলায় মাধ্যমিকের (madhyamik) বাংলা এবং ইংরেজি খাতা বিতরণ করা হয় পরীক্ষকদের হাতে। জানা গিয়েছে ১২ এপ্রিলের মধ্যে খাতা দেখা সম্পূর্ণ করতে হবে। অন্যান্য বিষয়ের খাতাও ১৫ এপ্রিলের মধ্যে জমা দিতে হবে প্রধান পরীক্ষকের কাছে। 


প্রধান পরীক্ষক খাতা জমা নেওয়ার পর স্ক্রুটিনি করবে। মনে করা হচ্ছে এপ্রিলের মধ্যেই সমস্ত খাতা দেখার কাজ সম্পূর্ণ হবে। এরপর কম্পিউটারাইজড করে  মে মাসের শেষ সপ্তাহে কিংবা জুনের প্রথম সপ্তাহের মধ্যেই মাধ্যমিক ২০২২  এর  ফলাফল (madhyamik result) ঘোষণা করতে পারে।