Jalpaiguri Municipality Election Result:জলপাইগুড়ি পুরসভার ফল এক নজরে





১ নং ওয়ার্ড নির্বাচিত হয়েছেন তৃণমূল প্রার্থী নীলম শর্মা।

২ নং ওয়ার্ডে ১০৬৪ ভোটের ব‍্যবধানে বাম প্রার্থী‌কে হারিয়ে‌ছেন তৃণমূল প্রার্থী মহুয়া দত্ত বন্দোপাধ্যায়।

৩ নং ওয়ার্ডে ১৭২১ ভোটে বাম প্রার্থী‌কে হারিয়ে জয় পেয়ে নজির গড়েছেন তৃণমূল প্রার্থী স্বরূপ মণ্ডল।

৪ নং ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী‌কে হারিয়ে জয়ী হয়েছে‌ন তৃণমূলের সরিতাপ্রসাদ শা।

৫ নং ওয়ার্ডে বিজেপি প্রার্থী‌কে ১০৭৮ ভোটে হারিয়ে ফের জয় পেয়েছেন তৃণমূল প্রার্থী সন্দীপ মাহাত।

৬ নং ওয়ার্ডে জয় পেয়েছেন তৃণমূল প্রার্থী সুব্রত পাল।

৭ নং ওয়ার্ডে তৃণমূল প্রার্থী পাপিয়া পাল হারিয়ে‌ছেন বিজেপি প্রার্থী টিনা গাঙ্গুলি‌কে।

৮ নং ওয়ার্ডে প্রত‍্যাশা মতোই জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সৈকত চ্যাটার্জি। ১৪১০ ভোটে জয় পেয়েছে‌ন তিনি।

৯ নং ওয়ার্ডে বামফ্রন্ট ছেড়ে আসা তৃণমূল প্রার্থী প্রমোদ মণ্ডল ৫৭৬ ভোটে জয়ী হয়েছেন।

১০ নং ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী দীনেশ রাউত।




১১ নং ওয়ার্ডে জয় পেয়েছেন তৃণমূল প্রার্থী মানসী বিশ্বাস।

১২ নং ওয়ার্ড থেকে জয় পেয়েছেন তৃণমূল প্রার্থী মণীন্দ্রনাথ বর্মন।

১৩ নং ওয়ার্ডে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী লিপি সরকার।

১৪ নং ওয়ার্ডে তৃণমূল প্রার্থী সন্দীপ ঘোষ জয়ী হয়েছেন।

১৫ নং ওয়ার্ড থেকে জয় পেয়েছেন তৃণমূল প্রার্থী তপন ব্যানার্জি।

১৬ নং ওয়ার্ডে তৃণমূল প্রার্থী পিয়াস সিনহা গোস্বামী জয়ী হয়েছেন।

১৭ নং ওয়ার্ড থেকে ৫৯৮ ভোটে জয় পেয়েছে‌ন তৃণমূল প্রার্থী দিলীপ বর্মা।

১৮ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী উত্তম বসু জয় পেয়েছেন।

১৯ নং ওয়ার্ডে ফের জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী লোপামুদ্রা আধিকারী।

২০ নং ওয়ার্ডে তৃণমূল প্রার্থী সুনীতি সরকারকে হারিয়ে জলপাইগুড়ি পুরসভায় নজির গড়লেন কংগ্রেস প্রার্থী শুভ্রা দেব।




২১ নং ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী তারকনাথ দাস।

২২ নং ওয়ার্ডে দীর্ঘদিনের কংগ্রেস গড় ভেঙে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী পিঙ্কু বিশ্বাস।

২৩ নং ওয়ার্ডে তৃণমূল প্রার্থী সুজাতা সরকারকে হারিয়ে জয়ী হয়েছেন বামফ্রন্ট প্রার্থী সঞ্চিতা সঞ্চানন ধর।

২৪ নং ওয়ার্ডে ফের জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী অম্লান মুন্সি।

২৫ নং ওয়ার্ডে জয় পেয়েছেন তৃণমূল প্রার্থী পৌষালী দাস।