Dol Purnima Date Time-দোল যাত্রা, দোল পূর্ণিমা সময় ও তারিখ

girls in holi



গত দুই বছরে করোনা মহামারির কারণে বাজারে হোলির কেনাকাটার রঙ ফিকে হয়ে গিয়েছিল। এতে দোকানিদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। এবার করোনা সংক্রমণ কম হওয়ায় বিধিনিষেধ শিথিল করা হয়েছে। এ কারণেই হোলিতে প্রচণ্ডভাবে আবির উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছে মানুষ।

girls in holi





রং, পিচকারি ও গিফট প্যাক কেনার জন্য আজকাল বিপুল সংখ্যক ক্রেতা ইতিমধ্যে বাজারে ভীড় করতে শুরু করেছেন। এতে করে দোকানিদের জীবন যেমন রঙিন হয়ে উঠছে, তেমনি রাস্তার বিক্রেতা ও দোকানদারদের জীবনেও ফিরে আসছে রঙের ছটা।

girls in holi



তবে রাজ্যে চলছে মাধ্যমিক, ১৬ তারিখ শেষ হবে পরীক্ষা। আর তারপরেই যেহেতু দোলযাত্রা বা রঙের উৎসব হোলি তাই আশা করা হচ্ছে এবছর রঙের উৎসব জোরদার হবে।

girls in holi


বহির্বঙ্গে পালিত হোলি (Holi) উৎসবটির সঙ্গে দোলযাত্রা উৎসবটি সম্পর্কযুক্ত। এই উৎসবের অপর নাম বসন্ত উৎসব। ফাল্গ‌ুন মাসের পূর্ণিমা তিথিতে দোল যাত্রা অনুষ্ঠিত হয়। ভগবান রাঁধা-কৃষ্ণ এই দিন পুজিত হয়। বাঙালি হিন্দুদের দোলযাত্রাটি রাঁধা কৃষ্ণকে ঘিরেই, তাকে দোলায় বসিয়ে ওই দিনে পূজা পার্বণ করা হয়। দোল পূর্ণিমার মূল আকর্ষণ আবির। এই দিনটি আবিরের রঙে রাঙিয়ে দেওয়ার দিন। দোলের পরের দিন হোলি উৎসব। হোলি হল রঙের উৎসব।

girls in holi


2022 দোল পূর্ণিমা সময় ও তারিখ
শুক্রবার, 18 মার্চ , 2022 । আর এর পরের দিনই হোলি উৎসব।

ফাল্গুন পূর্ণিমা তিথি শুরু হতে চলেছে ১৭ মার্চ বৃহস্পতিবার দুপুর ১ টা বেজে ২৯ মিনিট থেকে, যা পরের দিন অর্থাৎ ১৮ মার্চ শুক্রবার রাত ১২ টা বেজে ৪৭ মিনিট পর্যন্ত থাকবে। হোলিকা দহন শুধুমাত্র ফাল্গুন পূর্ণিমায় অনুষ্ঠিত হয়। হোলিকা দহন ১৭ মার্চ ফাল্গুন পূর্ণিমায় অনুষ্ঠিত হবে।